Thunderstorm Can relief this weekend, ফের প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, April 21, 2018

Thunderstorm Can relief this weekend, ফের প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

Few days ago, massive severe thunderstorm impact over the capital of Bengal. City of joy turn into sorrow with a terrible gust wind of nature.
But after that murcury was grow up again day by day. Humidity is more than effective by a high pressure area over Bay of Bengal. So last 3 days gone with a Uncomfortable and warm weather in all over Gangatic West bengal. 

 
But now situation is chance to improve. Some relief from this weather situation.
Because of a cyclonic circulation developing over jharkhand and adjoining gangetic west bengal. Which is organising time to time next few days.
So that the reason of heavy thunderstorm with gust wind chance to impact this weekend.
Mainly we observed, thunderstorm will be occure most of the places over Murshidabad, Nadia, east Burdwan, Hoogly, North 24 pargana, some part of Howrah and Kolkata also.
But Other part of gangatic West bengal will be chance of scatter and isolated thunder storm in next 24 to 48 hours.

 

Kolkata have to chances of Modarate to heavy thunderstorm with 70 to 80 kmph wind speed possible. Lite to modarate rain with isolately Heavy rain possible at this time.

Under the high pressure gradient. High velocity wind roughly blowing over the east indian coast of Orisha and West bengal. Sea condition will be rough in next 24 to 48 hours. Fisherman advice not to venture into the sea.

Thank you


● [ Monsoon Forecast 2018 Release on 29th April Sunday in weather of West Bengal site. ] ●

গত মঙ্গলবারের কালবৈশাখী সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তার তান্ডবের চিহ্ন এখন বহাল। তাও তার পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে।
বাড়ছে আদ্রতা। তাও কলকাতা সহ দক্ষিণবঙ্গে এমন অবস্থায় অস্বস্তি আরো বেড়েছে।

এমন অবস্থায় আবার স্বস্তি দিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আশঙ্কার বিষয় এই, আবার তান্ডব চালাবে নাকি এই ঝড় ?
সে বিষয়ে স্পষ্টত জানানো হচ্ছে আগের দিনের মত অত শক্তিশালী কালবৈশাখীর ঝড় তৈরি না হলেও, ঝড়বৃষ্টির তীব্রতা যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা আছে।
বর্তমান আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষন করে জানা যাচ্ছে যে, বঙ্গোপসাগরে উচ্চচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে ।
এছাড়া একটি ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গে অন্যটি দক্ষিণবঙ্গের ঝাড়খন্ড লাগোয়া এলাকাতেই অবস্থান করছে।
এর প্রভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারনে কালবৈশাখীর সম্ভাবনা আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে।
বিশেষ করে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, হাওড়া ও কলকাতাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বাকি অংশে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা।
ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ের সাথে শীলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘণ্টাতে।
সোমবার থেকে ফের চড়বে পারদ। বাড়বে উষ্ণতা।

বঙ্গোপসাগরে শক্তিশালী উচ্চচাপ অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িষা উপকূলে।
এর প্রভাবে সমুদ্র উত্তাল হবার সম্ভাবনা। মৎসজীবি ও পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে।

●[ বর্ষার দীর্ঘকালীন আবহাওয়ার পূর্বাভাস প্রকাশিত হবে 29TH April আমাদের আবহাওয়া বিভাগে] ●

ধন্যবাদ।

BY P.GHOSH
UPDATE: 10:30 AM IST 
21/04/2018


No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......