দুর্গাপুজোর আবহাওয়ার পূর্বাভাস
বাঙালির চিরকালের সর্বশ্রেষ্ঠ পুজো হলো দুর্গাপুজো বা শারদীয় উৎসব।
যা সমগ্র ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো খুবই বিখ্যাত এবং জাঁকজমকপূর্ণ।
সারাবছর পশ্চিমবঙ্গবাসী এই পুজো এবং এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকে। আর এই উৎসবকে ঘিরে বাঙালির উন্মাদনা কম কিছু নয়।
কিন্তু এই দুর্গা উৎসব কে আমেজ ধরে রাখতে সম্পূর্ণ নির্ভর করে আবহাওয়া পরিস্থিতির উপর।
কারণ যে কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টি সম্পূর্ণরূপে পন্ড করে দিতে পারে, এই দুর্গা উৎসবের আনন্দ এবং উচ্ছ্বাস কে।
কারণ যেকোনো রকম বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষের ক্ষেত্রে এক বড় বাধা সৃষ্টি হয়ে উঠতে পারে।
তাই এখন সকলেরই মনের মধ্যে সংশয় যে পুজোর ওই 6 দিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে।
সাধারণত বাঙালির পূজা শুরু হয় ষষ্ঠী থেকে এবং শেষ হয় দশমী পর্যন্ত। কিন্তু বর্তমানে মহালয়ার পর থেকেই প্রায় মন্ডপে মন্ডপে প্রতিমা উদ্বোধন থেকে পরিদর্শন শুরু হয়ে যায়।
তাই আমরা এ বছর পঞ্চমী থেকে দশমী আবহাওয়া পরিস্থিতি তুলে ধরতে চলেছে।
কেমন থাকতে পারে এবছর পঞ্চমী থেকে দশমীর আবহাওয়া পরিস্থিতি কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গের।
চলুন দেখে নেয়া যাক এবার;
মহালয়া থেকে পরবর্তী 48 ঘন্টা এবং 72 ঘণ্টা পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের। বিশেষত উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার রবিবার, এবং সোমবারে।
সোমবার রাতের পর থেকে কলকাতা শহর দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ সম্পূর্ণরূপে কমতে শুরু করবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বজায় থাকবে আগামী মঙ্গলবার এবং বুধবারে, তবে তার তীব্রতা অনেকটাই কম থাকবে এবং ক্ষণস্থায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
৩ রা অক্টোবর মহাপঞ্চমী;
নতুন করে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যার ফলে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আবার কিছুটা নতুন করে বৃদ্ধি পেতে পারে সমগ্র দক্ষিণবঙ্গে এবং কলকাতাতেও।
সে ক্ষেত্রে উপকূলবর্তী অঞ্চল সহ দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে।
বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
৪ ঠা অক্টোবর মহাষষ্ঠী;
ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায়, আগামী শুক্রবার মহাষষ্ঠী তেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের জেলা গুলোতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে। দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
৫ ই অক্টোবর মহাসপ্তমী;
ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা প্রভাব তুলনামূলক কমতে পারে বলে আশা করা যাচ্ছে মহাসপ্তমী থেকে, তাই পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে তবে পূর্বাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন অংশে। তবে তা হবে ক্ষণস্থায়ী।
৬ই অক্টোবর মহাষ্টমী;
বৃষ্টিপাতের তীব্রতা কমবে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আকাশ থাকবে প্রধানত মেঘলা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম থাকবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যা হবে ক্ষণস্থায়ী।
উত্তরবঙ্গে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
৭ ই অক্টোবর মহানবমী;
মহানবমী থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কয়েক পশলা যা হবে ক্ষণস্থায়ী।
আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
৮ ই অক্টোবর মহাদশমী;
দুর্গাপুজোর শেষ লগ্নে বৃষ্টিপাত সম্ভাবনা খুবই কম থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর অথবা বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। কলকাতাসহ দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বজ্রমেঘের সঞ্চারের কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
🔴 সংক্ষিপ্তসার⭐ মহা পঞ্চমী থেকে মহাসপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে, বজ্রবিদ্যুৎ সহ।⭐ যা অধিকাংশ সময় হবে দীর্ঘস্থায়ী। আকাশ প্রধানত মেঘলা থাকবে।⭐ মহাষ্টমী থেকে দশমী পর্যন্ত আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে।⭐ দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম থাকবে আকাশ মেঘলা থাকার জন্য।⭐ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা পুজোর সময় পশ্চিমবঙ্গে থাকার কারণে কমবেশি পুজোতে প্রায় সব দিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ।
সব মিলিয়ে যদি দেখা যায় যে বছরের দুর্গাপুজোর অধিকাংশ সময় বৃষ্টিপাত যুক্ত থাকতে পারে। সেক্ষেত্রে মহাপঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে।
অষ্টমী থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হবে ধীরে ধীরে।
তবে কমবেশি রোজি বৃষ্টিপাত জারি থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ।
তাই সে ক্ষেত্রে বলা যায় যে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ যেন এই বৃষ্টিপাতের জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়ে রাখেন, যে কোনরকম ভারী বৃষ্টিপাতের জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখেন।
তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের জন্য এবং আকাশ মেঘলা থাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকে কম থাকবে।
তবে আদ্রতা জনিত অস্বস্তি কিছুটা হলেও থাকবে।
🔴 বিশেষ নোট:
✔️ দুর্গাপুজোর এই দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হলো বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সমস্ত রকম তথ্য বিশ্লেষণ করে।
✔️ বর্তমান আবহাওয়া এই দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া হচ্ছে, ৮৫ শতাংশ সুনিশ্চয়তা রেখে।
✔️ ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার অবস্থান এবং তার সক্রিয়তার উপর নির্ভর করে কলকাতাসহ দক্ষিণবঙ্গের আগামীদিনে বৃষ্টিপাতের স্থায়িত্ব এবং তীব্রতা নির্ভর করবে।
✔️ তাই আগামী দিনে বৃষ্টিপাতের তীব্রতা বা স্থায়িত্ব পরিবর্তন হতে পারে সময়ের সাথে সাথে।
সব মিলিয়ে এ বছরের দুর্গাপুজো পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের খুবই ভালো কাটুক, এবং সুখকর হোক এই কামনা করি।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল টিমের তরফ থেকে শারদীয়ার অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন রইল পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে।
আরো বিস্তারিত আবার পূর্বাভাস জানতে নজর রাখুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি কে।
By P.Ghosh
Debjit Majumder
Shubhodip Ghosh
Argho Batabyal
Ritodip Bhakat
Update: 12:15AM IST
28/09/2019
No comments:
Post a Comment