অবশেষে মেঘবৃষ্টির আশঙ্কাতেই আজ সূর্যগ্রহণ - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, December 26, 2019

অবশেষে মেঘবৃষ্টির আশঙ্কাতেই আজ সূর্যগ্রহণ

অবশেষে আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার মধ্যেই হতে চলেছে আজ কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক সূর্যগ্রহণ। সকাল ৮.২৭ থেকেই শুরু হবে সূর্যগ্রহণ। এবং চলবে বেলা ১১.৩২ পর্যন্ত। 
গ্রহণের চরমতম মুহূর্ত দেখা যাবে বেলা ৯.৫১ মিনিটে। কলকাতা ছাড়াও কেরালা, কর্ণাটক , ওড়িশা, অন্ধ্র , তামিলনাড়ু সহ বেশ কিছু রাজ্য থেকে আংশিক বা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এছাড়া ফিলিপাইন, শ্রীলঙ্কা, সুমাত্রা, সৌদি আরব সহ বেশ কিছু দেশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। এই গ্রহণের অন্যতম বৈশিষ্ট্য হলো রিং অফ ফায়ার। সূর্য চাঁদ দ্বারা ঢাকা পড়ে যাওয়ার পরেও যেটুকু অংশ বাইরের দিকে থাকে তাকে আগুনের আংটি বা বলয়ের মতো লাগে। যে সমস্ত অঞ্চলে পূর্ণগ্রাস হবে সেখানেই এই বলয় দেখা যাবে। যেমন তামিলনাড়ু, কেরালা প্রভৃতি রাজ্যে দেখা যাবে।
চিত্রে দেখা যাচ্ছে কলকাতায় আংশিক গ্রহণ ৩ ঘণ্টা ৫ মিনিট সময়ের মধ্যে শেষ হচ্ছে। ভুবনেশ্বরে গ্রহণ শুরু হচ্ছে সকাল ৮ টা ২০ মিনিটে। এবং সমগ্র গ্রহণ প্রক্রিয়া ৩ ঘণ্টা ৮ মিনিট পর্যন্ত হচ্ছে। কোজিকোডে গ্রহণ শুরু হচ্ছে সকাল ৮ টা ৫ মিনিটে এবং শেষ হচ্ছে বেলা ১১ টা ৬ মিনিটে। মোট ৩ ঘণ্টা ১ মিনিট পর্যন্ত গ্রহণ পক্রিয়া চলেছে। এইভাবে মাদুরাইয়ে গ্রহণ শুরু হচ্ছে সকাল ৮ টা ৭ মিনিটে এবং শেষ হচ্ছে ১১.১৪ মিনিটে। প্রদত্ত স্টেশনগুলির মধ্যে কোঝিকোড ও মাদুরাই থেকেই দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এছাড়া উটি, তিরুচিরাপল্লি , রামেশ্বরম সহ তামিলনাড়ু ও কেরালার বেশ কিছু জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। প্রদত্ত স্টেশনগুলির মধ্যে প্রায় সবগুলি স্টেশনেই মেঘাচ্ছন্ন আকাশ ও কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
উপকূল সংলগ্ন একটি উচ্চচাপ বলয় ও বিপরীত ধর্মী বাতাসের মিলনের ফলে ২৪-৩৬ ঘণ্টার মধ্যে ঝাড়খণ্ড , ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি কোনো কোনো স্থানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফলে কিছুটা আশঙ্কা থেকে যাচ্ছে আমবাঙালির গ্রহণ নিয়ে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে কাল। কোথাও কোথাও হালকা থেকে বিক্ষিপ্ত কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। ওড়িশা , ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২৭ তারিখ দুপুর বা তারপর থেকে আবহাওয়ার উন্নতি হবে সামগ্রিক ভাবে। তবে ২৭ তারিখ সকালের দিকেও মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
সময় : ২.১৫ মিনিট
তারিখ: ২৬.১২.১৯


No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......