কলকাতা সহ দক্ষিণবঙ্গ কি ঝড়বৃষ্টি থেকে রক্ষা পাবে নতুন বছরের শুরুতে ?? - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, December 30, 2019

কলকাতা সহ দক্ষিণবঙ্গ কি ঝড়বৃষ্টি থেকে রক্ষা পাবে নতুন বছরের শুরুতে ??

নতুন বছরের শুরুতেই তৈরি হয়েছে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বড়োদিনের সময় বৃষ্টির সম্ভাবনা তৈরীর ফলে আশঙ্কা ছিল নতুন বছরের শুরুতেই কি আবার বৃষ্টি হবে। এনিয়ে  অনেক আবহাওয়া দপ্তর রিপোর্ট প্রকাশ করেছে এবং অনেকে করছেও। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল মনে করছে জানুয়ারীর ২ থেকে ৪ তারিখ পর্যন্ত মেঘলা আকাশ ও ঝড়বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ১ জানুয়ারী কলকাতা ও আসেপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। ঝড়বৃষ্টি হতে পারে ২ থেকে ৪ জানুয়ারীর মধ্যে । ২ তারিখ রাত থেকে ৪ তারিখের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ২৪ পরগণা সহ নানা জায়গায় । ওই সময় আকাশ প্রধানত মেঘলা থাকতে পারে। গোটা দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার বেশ কিছু জায়গায় কমবেশি বৃষ্টি হতে পারে। 
ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল এর তরফ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সতর্কতা দেওয়া হল ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারীর মধ্যে। ৩,৪ জানুয়ারি জেলায় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমীঝঞ্ঝা ২৪-৪৮ ঘণ্টার মধ্যে প্রবেশ করতে পারে। এর প্রভাবে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে উত্তর পশ্চিম ভারতে। ঘূূর্ণাবর্তটি আরো পূর্ব দিকে অগ্রসর হলে পূবালী বাতাস ও পশ্চিমা বাতাসের মধ্যে সংঘর্ষের ফলে একটি সম্মিলন অঞ্চল গড়ে উঠবে। এই সিস্টেমগুলির গুলির প্রভাবে উত্তর পশ্চিম ভারতের পাশাপাশি মধ্য ও পূর্ব ভারতে ঝড়়বৃৃৃৃষটি ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই সিস্টেমগুুলির পাশাপাশি একটি অক্ষরেখা তৈরি হতে পারে। তাই নতুন বছরের শুরুতে ঝড়়বৃৃষটির সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের বেশ কিছু রাজ্যে । ওয়়েদার অফ ওয়েস্টবেঙ্গল জানায় সকল সদস্যদের ও অনুুুুুুরাগীদের আসন্ন
নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। 
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৩০.১২.১৯ 
সময় : বিকাল ৫ টা ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......