তাপমাত্রা নামল ৩°সেলসিয়াস। আরো নামবে তাপমাত্রা ৪৮ ঘন্টায়। প্রবল শীতের সতর্কতা। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, December 18, 2019

তাপমাত্রা নামল ৩°সেলসিয়াস। আরো নামবে তাপমাত্রা ৪৮ ঘন্টায়। প্রবল শীতের সতর্কতা।

রাজ্যজুড়ে বয়ে চলেছে তীব্র শীতল হাওয়া। এর প্রভাবে আজ সর্বোনিম্ন তাপমাত্রা নামল ৩° সেলসিয়াস অর্থাৎ গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৮.৬° সেলসিয়াস। আজ তা কমে হয়েছে ১৫.৬° সেলসিয়াস। এইভাবে উত্তরে বাতাসের দাপট বাড়লে ২৪-৩৬ ঘণ্টার মধ্যে আরও নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের মালদা, 
মুর্শিদাবাদ, বীরভূম সহ মধ্যবঙ্গের কিছু অঞ্চলে কুয়াশা দেখা গেছে। জলীয় বাষ্প শীতল বাতাসে ঘনীভূত হয়ে এই কুয়াশা সৃষ্টি করছে। থাকছে কোনো কোনো স্থানে মেঘকুয়াশা। অর্থাৎ জলীয় বাষ্প উর্দ্ধস্তরে ঘনীভূত হয়ে কুয়াশার পাশাপাশি শীতল মেঘ কোনো কোনো স্থানে তৈরি করছে। আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায় বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। ওই সমস্ত অঞ্চলে সর্বোনিম্ন উষ্ণতা নামতে পারে ১০° সেলসিয়াস বা তারও অনেক নীচে। এর প্রভাবে কমে যেতে পারে স্বাভাবিকের থেকে অনেক নীচে তাপমাত্রা। থাকবে উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও শীতল বাতাসের দাপট। এমন পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকতে পারে ২২ শে ডিসেম্বর পর্যন্ত। একটি পশ্চিমী ঝঞ্ঝার জন্য আগামী ৭২ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে হতে পারে তুষারপাত। তবে সমতল অঞ্চলে তেমন প্রভাব ফেলবে না। এই কারণে শীতের প্রভাব ২২ তারিখ পর্যন্ত থাকবে।
একটি পশ্চিমীঝঞ্ঝা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিম ভারতে তুুষারপাত ঘটাতে পারে। ৪৮ ঘন্টায় মধ্য ও উত্তর পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও আসেপাশের এলাকায় তাপমাত্রা আরো নামতে পারে ৪৮ ঘন্টায়। আকাশ হেজি থেকে প্রধানত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা/ মিস্ট / হেজ থাকতে পারে। 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল।
সহযোগিতায়: আবহাওয়াবিদ দেবজিত মজুমদার ও শান্তনু ব্যানার্জি।
তারিখ: ১৮.১১.১৯ ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......