বর্তমানে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে একটি সুস্পষ্ট নিম্নচাপের জন্য সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত গতকাল রাত থেকেই শুরু হয়েছে যার ফলস্বরূপ বিস্তীর্ণ এলাকা জনপ্লাবিত এবং নদী জলস্তরের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে । DVC থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার জন্য আমতা ২ গোঘাট সোনামুখী ঘাটাল চাপাডাঙ্গা উদয়নারায়নপুর প্রভৃতি অঞ্চল জল প্লাবিত হয়েছে । অপরদিকে গতকাল সিকিমে ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর জল স্তর ক্রমশ বাড়ছে এবং তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে উত্তরবঙ্গেও বিস্তীর্ণ অঞ্চলে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে । গতকাল রাত্রে বৃষ্টির জন্য প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে গোটা পশ্চিমবঙ্গ । উল্লেখ্য যে আগামী দুদিনও বৃষ্টি সম্ভাবনা থাকছে । তবে আগামী ৭ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে এবং তারপর বেশ কিছুদিন বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই। ক্রমশ উত্তরবঙ্গ বাংলাদেশ এবং উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাত বাড়বে । আশঙ্কা করা যাচ্ছে যে উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে সাথে বাংলাদেশের ও বিস্তীর্ণ অঞ্চল ভারী বৃষ্টির সম্মুখীন হবে । পুজোর আগে এরূপ আবহাওয়ায় চিন্তিত গোটা বাংলাবাসী । তাই এরূপ পরিস্থিতি সকলের সুস্থ থাকুন সতর্ক থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের পেজে চোখ রাখুন ।
cyclone
Wednesday, October 04, 2023
Home
Unlabelled
প্রবল বৃষ্টিতে নাজেহাল সমগ্র বাংলা !! কবে থামবে এই বৃষ্টিপাত এবং কিরূপ এর প্রভাব তা জেনে নেওয়া যাক...
প্রবল বৃষ্টিতে নাজেহাল সমগ্র বাংলা !! কবে থামবে এই বৃষ্টিপাত এবং কিরূপ এর প্রভাব তা জেনে নেওয়া যাক...
About ABHRANEEL DAS GUPTA
Best, Accurate, Largest and advance Weather forecasting Network of East India.
Subscribe to:
Post Comments (Atom)
Weather Prediction Model
Comming Soon......
No comments:
Post a Comment