বর্তমানে শীতের শেষ ছোঁয়া বাংলাবাসী পাচ্ছে সেটা বস্তুত বলা যায় । গত দুদিন ধরে বাংলা বাসী দের কাছে শীত তার শেষ দেখা দিল কারণ বাঙালির অন্যতম প্রিয় ঋতুর বিদায় সময় চলে এসেছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর শীতের দাপট কমতে শুরু করবে এবং তাপমাত্রার পারদ আবার বাড়তে থাকবে । ১৩-১৪ই ফেব্রুয়ারির মধ্যে কলকাতায় আসবে বসন্ত। বিদায় নেবে জাকিয়ে শীত। ১১-১৩ই ফেব্রুয়ারির মধ্যে রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে ১৪ই ফেব্রুয়ারি ও ১৫ই ফেব্রুয়ারি কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিদায় নিতে চলেছে শীত আর মাত্র ৭২ ঘণ্টা অপেক্ষা তারপরেই বাঙালির প্রিয় ঋতু শীত বিদায় নিতে চলেছে। আগামী ৭২ ঘণ্টার পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি ছাড়িয়ে চলে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে। উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় অবস্থান করছে যার জেরে আগামী দিনে দিনের তাপমাত্রা ক্রমশ বাদ থাকবে তবে রাতের তাপমাত্রা কম থাকবে যার জেরে তুলনামূলক মনোরম পরিবেশ বজায় থাকবে। তবে যেহেতু আগামী দিনের তাপমাত্রা বাড়তে চলেছে তাই শীতের আর ফিরে আসার সম্ভাবনা নেই অতএ ব বলা যায় বসন্তকালের আগমন ঘটতে চলেছে বাংলায় তবে আগামী গরমকাল কি রকম হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আপডেট আমরা জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি আমাদের পেইজের আপডেটের দিকে নজর রাখুন।
cyclone
Sunday, February 11, 2024
Home
Unlabelled
শীতের বিদায় এবং বসন্তের আগমন এমন পরিস্থিতি আগামী দিনে পশ্চিমবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস এক নজরে চলুন জেনে নেওয়া যাক ....
শীতের বিদায় এবং বসন্তের আগমন এমন পরিস্থিতি আগামী দিনে পশ্চিমবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস এক নজরে চলুন জেনে নেওয়া যাক ....
About ABHRANEEL DAS GUPTA
Best, Accurate, Largest and advance Weather forecasting Network of East India.
Subscribe to:
Post Comments (Atom)
Weather Prediction Model
Comming Soon......
No comments:
Post a Comment