২০২৪ সালে ভয়াবহ তীব্র দাবদাহ ও তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে। তাপমাত্রা উঠবে তেতাল্লিশ। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, February 12, 2024

২০২৪ সালে ভয়াবহ তীব্র দাবদাহ ও তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে। তাপমাত্রা উঠবে তেতাল্লিশ।

নিজস্ব সংবাদদাতা: এলনিনোর প্রভাবে ২০২৪ সালে সমগ্র দক্ষিণবঙ্গে ভয়াবহ গরমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২০২৪ সালের মার্চ মাসে এল নিনো সূচক থাকবে+১.৩°সে যা শক্তিশালী এলনিনো পর্যায়ের অন্তর্গত। বুরো অফ অস্ট্রেলিয়ান মেটেরিওলজির পূর্বাভাস অনুযায়ী মে মাসে এলনিনো কমে+০.৩°সে হবার সম্ভাবনা রয়েছে। এলনিনো সূচক মে মাসে হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকলেও আই ও ডি সূচক মার্চ থেকে মে মাসের মধ্যে বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে। যারজন্য সামগ্রিক ভাবে ভয়াবহ দাবদাহ ও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম প্রভৃতি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪৩°সে বা তার বেশি। হাওড়া হুগলি কলকাতা মেদিনীপুর ও দুই ২৪ পরগণা জেলায় ৪০°সে বা তার বেশি সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে। মার্চ এপ্রিল ও মে মাসে ভীষণ গরমের দাপট অনুভব হবে। বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম হবে। দাবদাহ ও ভীষণ দাবদাহ অনুভূত হবে সমগ্র দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে গরমের দাপট বাড়বে। জলকষ্ট ও জলসংকটের সম্ভাবনা বেশি রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে এই বছর। দুপুরের দিকে ভয়াবহ লু বয়ে যেতে পারে।
১২ই জানুয়ারি ২০২৪

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......