ক্রমশ গরম বাড়ছে এমত অবস্থায় পশ্চিমবঙ্গে আগামী দিনে কিরকম আবহাওয়া থাকবে তা চলুন এক নজরে জেনে নেওয়া যাক - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, February 08, 2024

ক্রমশ গরম বাড়ছে এমত অবস্থায় পশ্চিমবঙ্গে আগামী দিনে কিরকম আবহাওয়া থাকবে তা চলুন এক নজরে জেনে নেওয়া যাক

GettyImages-142737754-f4ee879c8901462393b3f497cc571b5f

বর্তমানে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ফেব্রুয়ারিতে রেকর্ড তাপমাত্রা লক্ষ্য করা গেছে । উল্লেখ্যভাবে বলা যায় যে গত চারই ফেব্রুয়ারি মেদিনীপুরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়েছে এছাড়াও আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া ও বিষ্ণুপুরে ২৯.৫° সেলসিয়াস ডায়মন্ড হারবার এ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি । তারপর থেকে ক্রমশ তাপমাত্রা খুব একটা হেরে আমরা লক্ষ্য করতে পারছি না এবং আসল করা আছে আগামী বেশ কিছুদিন এইরকমই তাপমাত্রা লক্ষ্য করা যাবে । বস্তুত হয়ে বলা যায় প্রথমে আশঙ্কা করা হচ্ছিল যে শীত আবার কামড় বসাতে পারে কিন্তু বর্তমানে গরমের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং তা চিন্তায় ফেলেছে সকল মানুষদের কারণ যদি ফেব্রুয়ারিতেই আমরা এইরকম তাপমাত্রা লক্ষ্য করি তাহলে ক্রমশ গরম কালে আমরা যে ভয়ঙ্কর পরিস্থিতি সম্মুখীন হতে চলেছি তা থেকে কি করে নিস্তার মিলবে সেই প্রশ্নের ? অনেকে মনে করছেন আগামী বছরের ন্যায় এই বছরও গরমে রেকর্ড তাপমাত্রা লোহা করা যাবে যার জেরে বহু মানুষ অসুস্থ হয় পড়বে এবং কষ্টের শিকার হবেন কারণ সত্যিই আমরা অতি তীব্র গরমের কাছে নাজেহাল হয়ে পড়েছিলাম । গত বছর যেমন আমরা দোকানে দোকানে এসি , রেফ্রিজারেটর কিনার লম্বা লাইন লক্ষ্য করেছি, এ বছর হয়তো খানিকটা সেরকম দৃশ্য আমাদের চোখে পড়বে। তাই আপাতত যে কটা দিন মনোরম পরিবেশ আছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। এবং এবছরের গরম কিরকম এবং কিরূপ পড়বে তা আমরা অবশ্যই আপনাদের জানাবো এবং তা সবার আগে জানতে হলে আমাদের পেজ। ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ চোখ রাখুন


No comments:

Post a Comment

Weather Prediction Model