গ্লোবাল ফরকাস্টিং মডেল তাপমাত্রা কোথাও কোথাও ৪৮°সে তুলে দিচ্ছে। আসছে দাবানল। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, April 12, 2024

গ্লোবাল ফরকাস্টিং মডেল তাপমাত্রা কোথাও কোথাও ৪৮°সে তুলে দিচ্ছে। আসছে দাবানল।

নিজস্ব সংবাদদাতা: নববর্ষের সময় থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়তে চলেছে গরম ও তাপপ্রবাহের দাপট। এবং যা পরবর্তী ৭ দিন পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। আসন্ন দাবদাহ বলয়ের মাল্টি মডেল অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে ইউরোপিয়ান মিডিয়াম রেঞ্জ ফরকাস্টিং মডেল সমগ্র দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৯ থেকে ৪৩°সে পর্যন্ত বৃদ্ধি দেখাচ্ছে। আইকন মডেল ৪০ থেকে ৪৩°সে এর আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে বলে ইঙ্গিত দিচ্ছে। গ্লোবাল ফরকাস্টিং মডেল অনুযায়ী সমগ্র দক্ষিণবঙ্গে ৪০ থেকে ৪৮°সে পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা ইঙ্গিত করছে। সামগ্রিক ভাবে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল মনে করছে আসন্ন তাপপ্রবাহে দক্ষিণবঙ্গে ৩৯ থেকে ৪৩°সে পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দক্ষিণবঙ্গে। কিছু কিছু অঞ্চলে ৪৪/৪৫°সে পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আসন্ন দাবদাহে সমগ্র দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহের হটস্পট চিহ্নিত করা হয়েছে আমলাগোড়া, চন্দ্রকোণা টাউন, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ইন্দাস, গোঘাট, আরামবাগ খানাকুল আমতা বর্ধমান বীরভূম আসানসোল, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম প্রভৃতি অঞ্চল। এই তাপপ্রবাহে দুপুরের দিকে তীব্র লু বাতাস বয়ে যেতে পারে। তাপপ্রবাহ চলাকালীন দুপুরের দিকে বেশিক্ষণ রোদের নীচে থাকলে সানস্ট্রোকের সম্ভাবনা রয়েছে। 
১২ই এপ্রিল ২০২৪

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......