পুজোর আকাশে বর্ষার মেঘ!! সেপ্টেম্বর মাসেই সক্রিয় লা নিনা। ঘনঘন নিম্নচাপ ও বিলম্বিত বর্ষা। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, July 13, 2024

পুজোর আকাশে বর্ষার মেঘ!! সেপ্টেম্বর মাসেই সক্রিয় লা নিনা। ঘনঘন নিম্নচাপ ও বিলম্বিত বর্ষা।

নিজস্ব সংবাদদাতা: বর্ষার আকাশে শরৎকালীন মেঘের আনাগোনা দেখে খুশি হওয়ার কিছুই নেই কারণ পুজোর আকাশে বর্ষার মেঘ দেখতে হতে পারে ২০ ২৪ সালে জুলাই মাস পড়লেও এখনো পর্যন্ত সেরকম বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা যায়নি আর যে কটা সিস্টেম হয়েছে তার মধ্যে একটিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলেনি। ওই টুকটাক বৃষ্টি ছাড়া ঘূর্ণাবর্তের প্রভাবে তেমন কিছুই মেলেনি দক্ষিণবঙ্গের। অন্যদিকে সেই জুন মাস থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কবলে প্লাবিত হয়েছে উত্তরবঙ্গ। মৌসুমী অক্ষরেখা ঘাঁটিগেড়ে বসে রয়েছে হিমালয়ের পাদদেশে চলমান বর্ষার বেশিরভাগ সময়। সাধারণত মৌসুমী অক্ষরেখাকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ধরে রাখে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সিস্টেম কিন্তু এখনো পর্যন্ত বঙ্গোপসাগরে উল্লেখযোগ্য সিস্টেম অধরাই রয়েছে। তবে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে কয়েকটি সিস্টেম হতে পারে যা মৌসুমী অক্ষরেখাকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রাখবে তবে এই নিম্নচাপ থেকে উল্লেখযোগ্য ভারী বৃষ্টি পাবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্রিশগড় এই সমস্ত অঞ্চল। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর পূবালী বাতাস বা ইস্টালি ওয়েব সক্রিয় হয়ে ঝকঝকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া আর টুকটাক বৃষ্টি ঘটাবে নিম্নচাপ থেকে আগে বর্ষাকালে যে বন্যা সদৃশ বৃষ্টি হতো সেই বৃষ্টি আশা না করাই ভালো তাও জুলাইয়ের তৃতীয় সপ্তাহের নিম্নচাপ থেকে কিছুটা বেশি বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ। এবং আগস্ট থেকে বৃষ্টিপাত বাড়তে পারে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে এবং সেপ্টেম্বর অক্টোবরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তার কারণ আগস্ট মাসের মাঝামাঝি থেকে উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমা বাতাস নামতে শুরু করবে এর পাশাপাশি আগস্ট মাসের শেষের দিকে উত্তর-পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায়ের প্রক্রিয়া শুরু হবে ধীরে ধীরে তবে যেহেতু ২০২৪ সালের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে পজেটিভ ইন্ডিয়ান ওশেন ডাইপোল বিরাজ করবে তাই ২০২৪ সালে উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় স্বাভাবিকের থেকে দেরি করে হওয়ার সম্ভাবনাই রয়েছে সেক্ষেত্রে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে উত্তর-পশ্চিম ভারত থেকে মৌসুমী বিদায় প্রক্রিয়া শুরু হতে পারে। এরকম পরিস্থিতিতে ২০২৪ সালে বর্ষা বিদায় স্বাভাবিকের থেকে দেরি করে হবার সম্ভাবনাই বেশি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে। তার কারণ ধনাত্মক ইন্ডিয়ান ওশেন ডাইপোল ও প্রশান্ত মহাসাগরে লা নিনার সক্রিয়তা বাড়বে, যার জন্য উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় দেরি করে হবে অন্যদিকে প্রশান্ত মহাসাগরে আগস্ট থেকে ঘনঘন নিম্নচাপ ও টাইফুন সৃষ্টির প্রক্রিয়া কার্যকর হবে এই ঘন ঘন নিম্ন চাপ ও টাইফুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় কে দেরি করাবে এই প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণিঝড় গুলি অনুকূল পরিস্থিতিতে ভিয়েতনাম বা গালফ অফ থাইল্যান্ড দিয়ে বঙ্গোপসাগরে পড়ে নিম্নচাপ সৃষ্টি করবে এই নিম্নচাপ গুলি সাধারণত বর্ষা বিদায়ের প্রাক্কালে ওড়িশা বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অভিমুখী হবার সম্ভাবনা রয়েছে। যার জন্য পূজোর প্রাক্কালে ভারী বৃষ্টি ও দুর্যোগের আশঙ্কা থাকছে। সাধারণত ২০২৪ সালে খুবই প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে হয় উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নেবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর বর্ষার শেষ মারণ কামড় চলাকালীন সময়ে দুর্গা পুজো হতে পারে যার জন্য পূজোর সময় নিম্ন চাপ ও বর্ষার যুগলবন্দী দেখা যাবে অর্থাৎ আশ্বিনের শারদ প্রাতে বেজে ওঠে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালার জায়গায় বলতে হতে পারে, ধরণীর বহিরা কাছে আবির্ভূত বর্ষার মেঘমালা ও নিম্নচাপের মেঘমালা দু নম্বর সম্ভাবনা অনুযায়ী। হয়তো মধ্য ভারত পর্যন্ত। বর্ষা বিদায় হতে পারে। এবং এই সময়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে যা শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে। ২০২৪ সালের দুর্গাপুজো এমন একটা সময় পড়েছে। যে সময়টাতে বঙ্গোপসাগরে নামকরা বড় বড় ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় ফিলিন, ঘূর্ণিঝড় হুদহুদ ঘূর্ণিঝড় তিতলি এই ঘূর্ণিঝড় গুলো ৮ থেকে ১৫ ই অক্টোবরের মধ্যেই উপকূল অতিক্রম করেছে তাই ২০২৪ সালেও প্রথমদিকে হয়তো বর্ষা নিষ্ক্রিয় থাকলেও ঘূর্ণিঝড় বা নিম্নচাপের হাত ধরে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যাওয়ার সময় অতিমাত্রায় সক্রিয় হয়ে যেতে পারে বর্ষা। জুন জুলাই মাসে সংঘটিত হওয়া নিম্নচাপ গুলোর অভিমুখ ওড়িশা অন্ধ্রপ্রদেশের দিকে হলেও আগস্ট থেকে ধীরে ধীরে আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলে বাতাসের প্রবাহ পথের পরিবর্তনের কারণে নিম্নচাপ গুলো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওড়িশা অন্ধ্রপ্রদেশ গেলেও নিম্নচাপের চার ধারেই মেঘের প্রভাব ভালোই থাকে অন্যদিকে এই সময়ে পশ্চিমা বাতাসের প্রাদুর্ভাব বেড়ে যাবার কারণে মেঘের বেশিরভাগটাই নিম্নচাপ কেন্দ্রের ডান দিকে থাকে অর্থাৎ জুলাই আগস্ট মাসে নিম্নচাপ পশ্চিমবঙ্গে ঢুকলেও বৃষ্টি পায় ওড়িশা অন্ধ্রপ্রদেশ কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে নিম্নচাপ উড়িষ্যা গেলেও বৃষ্টি পায় পশ্চিমবঙ্গ এছাড়াও সেপ্টেম্বর-অক্টোবর মাসে নিম্নচাপ উড়িষ্যা বা পশ্চিমবঙ্গে ঢুকলেও উপরের বাতাসের প্রবাহ পথের। পরিবর্তনের কারণে স্থির হয়ে যায় বা গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপরেই বেশ কয়েকদিন ধরে দাঁড়িয়ে থাকে। ২০২৪ সালে সেরকম ঘটনা হবার সম্ভাবনাই পাওয়া যাচ্ছে একটা কথা বলতে হয় প্রকৃতি যতটা নেয় ততটাই ফেরত দেয়। ২০২৪ সালে জুলাই মাস পড়লেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি আকাশ ছোঁয়া সেটা বর্ষা বিদায়ের সময়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গবাসীকে পুষিয়ে দিয়ে যাবে। সেপ্টেম্বর থেকে প্রশান্ত মহাসাগরে লা নিনা সক্রিয় হচ্ছে। অর্থাৎ রেডিওতে চলবে মহালয়া আর বাইরে অঝোর ধারায় বৃষ্টি এটাই হয়তো হবে ২০২৪ সালের দুর্গাপুজোর সময়কার ভবিতব্য।
Weather of West Bengal 
13/7/24

No comments:

Post a Comment