দূর্গাপূজা পড়েছে খোদ শক্তিশালী ঘূর্ণিঝড়ের মরশুমে। থাকছে আশঙ্কা ঘূর্ণিঝড়ের দূর্গাপূজায়। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, July 27, 2024

দূর্গাপূজা পড়েছে খোদ শক্তিশালী ঘূর্ণিঝড়ের মরশুমে। থাকছে আশঙ্কা ঘূর্ণিঝড়ের দূর্গাপূজায়।

নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালে দুর্গাপূজা এমনই একটা সময়ে পড়েছে যে সময়ে ঘূর্ণিঝড়ের ইতিহাস ঘাটলে দেখা যায় বঙ্গোপসাগরে বড় বড় ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ২০২৪ সালে দুর্গাপূজার মহাষষ্ঠী পড়েছে ৯ই অক্টোবর সপ্তমী পড়েছে দশই অক্টোবর অষ্টমী পড়েছে ১১ই অক্টোবর নবমী পড়েছে 12 ই অক্টোবর এবং দশমী পড়েছে ১৩ ই অক্টোবর এবার ঘূর্ণিঝড়ের ইতিহাসের পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে ২০১৩ সালে সুপার ঘূর্ণিঝড় ফাইলিন আঘাত হেনেছে 12 ই অক্টোবর ২০১৪ সালের ঘূর্ণিঝড় হুদহুদ আঘাত হেনেছে ১২ ই অক্টোবর। ২০১৮ সালে ঘূর্ণিঝড় তিতলি আঘাত হেনেছে 10ই অক্টোবর অর্থাৎ ২০২৪ সালের দুর্গাপুজোর সময় এরকমই বড় বড় ঘূর্ণিঝড় সাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা ইতিহাস ও পরিসংখ্যান ঘেটেই বলা যায়। এছাড়াও ২০১৭ সালে ৯ থেকে ১০ই অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল যা পশ্চিমবঙ্গের উপকূলে ব্যাপক তাণ্ডব ঘটিয়েছিল। বলাই বাহুল্য ২০২৪ সালের দুর্গাপুজো এমন একটা সময়ে পড়েছে যা প্রভাবিত হতে পারে বিলম্বিত বর্ষার দ্বারা বা ঘূর্ণিঝড় জনিত দুর্যোগের দ্বারা খোদ মৌসুমী উত্তর ঘূর্ণিঝড় ঋতুর চরম অবস্থায় ২০২৪ সালের দুর্গাপূজা পড়েছে আবার তার ওপর সেপ্টেম্বর মাসে লানিনা সক্রিয় হবে যা অক্টোবরে চরমভাব নেবে, যার জন্য বঙ্গোপসাগরের জলতল তাপমাত্রা এবং কনভিকটিভ একটিভিটি অন্যান্য বছরে তুলনায় বেশি থাকবে এর কারণে প্রশান্ত মহাসাগর ও বঙ্গোপসাগরে অক্টোবর মাসে এক বা একাধিক শক্তিশালী ক্রান্তীয় নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা থাকবে ২০১৩ সালের দুর্গাপুজোর অষ্টমীর রাতে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফাইলিন যা একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় ছিল। ২০২৪ সালেও হয়তো ফাইলিনের এর মত বড় কোন ঘূর্ণিঝড় অপেক্ষা করে আছে দুর্গাপুজোর জন্য। আপাতত বর্তমানে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বৃষ্টির ঘাটতি চলছে হাওড়া কলকাতা এইসব অঞ্চলে বর্তমানে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিভিন্ন মডেলের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে অস্বাভাবিক বৃষ্টিপাত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। এর পাশাপাশি ক্রান্তীয় ঝঞ্ঝার যোগ রয়েছে বঙ্গোপসাগরে, যার জন্য ২০২৪ সালে দুর্গাপুজো রোদ ঝলমলে যাবে এটা আশা করাই বৃথা। বরং দুর্গাপূজোর সময় বিলম্বিত বর্ষা ও ক্রান্তীয় সিস্টেম দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। 
Weather of West Bengal 
27/7/2024

No comments:

Post a Comment