বর্ষার মরশুমে আগামী দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বভাস কিরকম থাকতে চলেছে চলুন তা জেনে নেওয়া যাক .... - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, July 07, 2024

বর্ষার মরশুমে আগামী দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বভাস কিরকম থাকতে চলেছে চলুন তা জেনে নেওয়া যাক ....

নমস্কার আপনাদের সবাইকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ ব্লগ স্পটে স্বাগতম জানাই। আজ রথযাত্রা , আশা করি আপনারা সকলে আপনাদের পরিবারের সকল কাছের মানুষদের সাথে আজকের দিনটি খুব আনন্দে কেটেছে । আজ দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাত হয়েছে পূর্বাভাস মত । আগামী দিনেও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে , তবে এই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের পরিমাণ বেশ খানিকটা কম থাকবে, আগামী দিনে । আগামী দিনে কলকাতায় ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য কোন কোন জায়গায় অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের কথা যদি আসি তাহলে উত্তরবঙ্গে একদম উত্তরের জেলাগুলিতে আগামী দিনেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে পাহাড়ি অঞ্চলে পর্যটকদের এবং সাধারণ মানুষদের সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে কারণ পাহাড়ে ধস নামার মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভারী বর্ষণের ফলে কিন্তু উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আপাতত বর্ষার মরশুমে এরকমই থাকতে চলছে পশ্চিমবঙ্গের আবহাওয়া আগামী দিনে । তবে কখনো রোদ কখনো বৃষ্টি এইরকম আবহাওয়ায় বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এবং ভাইরাসের শরীরে আক্রমনের সম্ভাবনা বেশি থাকে ফলে সবারই বাড়তি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং বিশেষ করে এই সময় জমা জলে ডেঙ্গির উপদ্রব বাড়ে এবং ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতায় তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ডেঙ্গু প্রকোপ বেশ কিছুটা বাড়ছে তাই আপনারা সকলে মশার কামড় থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এবং জ্বর বা ডেঙ্গির আরো বেশ কিছু লক্ষণ দেখা দিলে অতিশীঘ্রই ডাক্তারের পরামর্শ নিন। আর আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ।

No comments:

Post a Comment