অভিযোগ মিটিয়ে এক রাতেই গুশকরায় ঢেলে দিল আড়াইশো মিমি। দাম বাড়তে পারে সব্জীর। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, August 02, 2024

অভিযোগ মিটিয়ে এক রাতেই গুশকরায় ঢেলে দিল আড়াইশো মিমি। দাম বাড়তে পারে সব্জীর।


নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের ওপর থাকা নিম্নচাপ গত ২৪ ঘন্টায় বীরভূম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ ঘটিয়েছে এই নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তি বাড়াতে বাড়াতে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে যার জন্য আগামী ২৪ ঘন্টা পর থেকে। দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কমে আসবে। তবে গত ২৪ ঘন্টায় অর্থাৎ পহেলা আগস্ট ২০২৪ বৃহস্পতিবার এক রাতের মধ্যে বর্ধমান জেলায় ২০০ মিলিমিটার এর বেশি বৃষ্টির রেকর্ড হয়েছে। এই বর্ধমান জেলা পশ্চিমবঙ্গের ধানের ও সবজির ভান্ডার হিসেবে পরিচিত। আচমকা অতি ভারী বৃষ্টির কারণে মাঠে থাকা ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। তাই আগামী দিনে সবজিও কাঁচা আনাজের দাম বাড়ার সম্ভাবনা থাকছে। বিশেষত বর্ষাকালের মরশুমী সবজি গুলোতে দাম বাড়ার সম্ভাবনা থাকছে তবে এই ভারী বৃষ্টির কারণে আশার কথা জেলায় জেলায় যে বৃষ্টির ঘাটতি চলছিল তা অনেকটাই পূরণ হয়েছে। এদিকে দামোদর উপত্যকা অঞ্চলে বাট ডিভিসি ভ্যালিতে বিগত ২৪ থেকে ৩৬ ঘন্টায় ভারী বৃষ্টির কারণে জল ছাড়ার প্রবণতা বাড়িয়ে দিয়েছে। এদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে দুপুরের দিকে ১১ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যা আগামী ২৪ ঘন্টায় আরো বেশ খানিকটা জল ছাড়ার সম্ভাবনা থাকছে পশ্চিমাঞ্চলের কিছু কিছু ড্যাম থেকে মাইথন পাঞ্চেত দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার সম্ভাবনা থাকছে। এই জল ছাড়ার কারণে জলমগ্নতা নদীর জলস্তর বৃদ্ধি ও বন্যা সদৃশ পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে তবে যেহেতু এটি মরশুমের প্রথম ভারী বৃষ্টি প্রদায়ী সিস্টেম তাই বড়সড়ো বন্যার সম্ভাবনা থাকছে না এটাই হল আশার কথা। তবে যেহেতু আকস্মিকভাবে এক রাতের মধ্যে কোথাও ১৫০ মিলিমিটার আবার কোথাও ২০০ মিলিমিটার ও তার বেশি বৃষ্টি হয়েছে, সেই কারণে আলু মৌসুমী সবজি এই সমস্ত জিনিস মাঠে পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সাময়িকভাবে এই সমস্ত জিনিসের দাম বৃদ্ধি হতে পারে যেহেতু এই সিস্টেমের পরবর্তী নতুন কোন সিস্টেম নেই তাই। তাই সাময় িক সময়ের জন্য দাম বাড়লেও পরবর্তী পর্যায়ে সুদূরপ্রসারী এই বৃষ্টির উপযোগিতা থাকবে। তার কারণ ধান চাষের জন্য দরকার জমিতে জলের প্রাচুর্য এখনো পর্যন্ত এই সিস্টেম আসার আগে কেমন মাঠে জল জমতে পারেনি তাই ধান চাষ সেচের মাধ্যমে করতে হচ্ছে। এই বৃষ্টি ধান চাষের স্বাভাবিক অবস্থা প্রদান করেছে। এই সিস্টেম আগামী দিনে চাষবাসকে আরো শক্ত করে তুলেছে, বিশেষ করে বর্ষাকালে স্বাভাবিকভাবেই যে সমস্ত সবজি বা ফসল হয়ে থাকে সেই সবজিগুলোতে জলের প্রচুর দরকার হয়। এই সিস্টেম সেই সমস্ত ফসল গুলির বৃদ্ধিকে ত্বরান্বিত করবে তবে যে সমস্ত অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে অতি ভারী বৃষ্টি হয়েছে সেখানে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মোটের ওপর চলমান গভীর নিম্নচাপটি চাষবাসের উপর দিমুখী প্রভাব রাখতে চলেছে এই সিস্টেম চলে যাওয়ার পর আগামী সাত দিনে ভারী বৃষ্টি প্রদানকারী নতুন কোন নিম্নচাপ সৃষ্টি হবে না। তাই বন্যা পরিস্থিতি তৈরি হলেও তার দ্রুতই কেটে যাবে। এবং ফসলের দাম সাময়িক সময়ের জন্য বাড়লেও পরবর্তী পর্যায়ে তা স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে।। এখন মূল বিষয় হলো নিম্নচাপটি কোথায় যাবে বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল থেকে সময়ের আগেই নিম্নচাপের প্রভাব কাটতে শুরু করেছে যদিও এই নিম্নচাপের জলীয় বাষ্পের সংযুক্তির কারণে বা ময়েশ্চার ইনকারশনের কারণে আগামী ২৪ ঘণ্টাতে উপকূলীয় অঞ্চল ও তৎসংলগ্ন অঞ্চলে কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর নিম্নচাপটি মধ্যপ্রদেশের দিকে চলে গেলে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তবে একনাগাড়ে ভারী বর্ষণে সম্ভাবনা আগামীকাল থেকেই বেশ খানিকটা কমে যাবে। 
Weather of West Bengal 
2/8/2024

No comments:

Post a Comment