বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। ভারীবৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা আশঙ্কা দক্ষিণবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, September 10, 2024

বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। ভারীবৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা আশঙ্কা দক্ষিণবঙ্গে।

নিজস্ব সংবাদদাতা: ওড়িশা উপকূলে গভীর নিম্নচাপের প্রভাবে সেরকম বৃষ্টি দক্ষিণবঙ্গে না হলেও দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে ফের বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। বিশেষত তেরো থেকে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি এবং সেই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। এক্স টাইফুন ইয়াগী বর্তমানে মায়ানমার ও তৎসংলগ্ন ইন্দো চায়না অঞ্চলের ওপর অবস্থান করছে। যা আগামী তিন দিনে পশ্চিম ও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই নিম্নচাপটি আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে চট্টগ্রাম উপকূলের কাছে নিমজ্জিত হতে পারে এবং শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সিস্টেমটি পরবর্তী পর্যায়ে আরো শক্তি বাড়াতে পারে এবং বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। যার জন্য ১৩ থেকে ১৫ই সেপ্টেম্বরের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সিস্টেমটির প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এবং দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা, নদিয়া মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিস্টেমটির প্রভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Weather of West Bengal 
10/9/2024

No comments:

Post a Comment