Thursday, October 17, 2024
বর্ষা বিদায় নিয়েছে তবু বৃষ্টি হয়ে চলেছে বেশ কিছু অঞ্চলে ... আগামী দিনে কিরকম থাকতে চলেছে আবহাওয়া ? চলুন জেনে নিই...
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ স্বাগতম জানাই । গতকাল এবং আজ লক্ষ্মীপুজো ছিল তবে লক্ষ্মীপুজোর দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আমরা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি। আগামী দিনেও দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে। একদম উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে । তবে বলা যায় যে রবিবারে পর থেকে কিন্তু সারা বাংলা জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বেশ খানিকটা কমে যাবে , কালীপুজোর সময় হালকা হালকা ঠান্ডার আমেজ কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যেতে পারে। ইতিমধ্যেই পূর্বাভাস করা যাচ্ছে যে বঙ্গোপসাগর একটি ঘূর্ণবাত্ত তৈরি হতে চলেছে যা আগামী দিনে ভারত এবং বাংলাদেশের উপকূলে যে কোন অঞ্চলে আঘাত আনতে পারে, আমরা প্রতিনিয়ত সেই সিস্টেমটির উপর নজরদারি চালাচ্ছি যাতে যদি দুর্যোগ বা কোনরকম আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়, তাহলে যেন আমরা সবার আগে আপনাদের সেটা জানাতে পারি । তবে এখনই কোনরকম কোন আশঙ্কার কারণ নেই এবং কারোর কোথায় আপনারা আতঙ্কিত হবেন না । সঠিক ও সবার আগে আবহাওয়া সম্পর্কিত পূর্বা জানতে একমাত্র চোখ রাখুন আমাদের পেজে।
No comments:
Post a Comment