Tuesday, January 21, 2025
সমগ্র পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ঘটে চলেছে জোড়া পরিবর্তন এই সপ্তাহে | ঠিক কি হতে চলেছে আগামীকাল থেকে রাজ্যে জেনে নিন এখনই -
পূর্বাভাস মতোই কলকাতা শহর ও সংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা আজকে কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে এবং কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি থেকে ১৪- ১৫ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে | তবে এই সপ্তাহ জুড়ে সমগ্র পশ্চিমবঙ্গে আবহাওয়ার আবার এক বৈচিত্র্যময় পরিস্থিতি ধরা পড়তে চলেছে যেখানে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গ প্রায় ঘন কুয়াশা চাদরে মুড়ে যেতে চলেছে যার ফলে সর্বনিম্ন তাপমাত্রার বৃদ্ধি পেতে পারে অনেক জায়গায় এবং দৃশ্যমানতা প্রায় শূন্য মিটারের কাছাকাছি নেমে আসবে | তবে শনিবার কুয়াশা সরার পরেই সমগ্র পশ্চিমবঙ্গে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হয়তো আরেকবারও শীত তার হালকা ছোঁয়া দিয়ে যাবে | এই সপ্তাহের একদম শেষের দিকে কিংবা পরের সপ্তাহের শুরুতে সমগ্র কাঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এবং পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরতে পারে | তবে যত জানুয়ারি মাস শেষের দিকে যেতে থাকবে ফেব্রুয়ারি মাসের শুরুতে সরস্বতী পুজোর ঠিক পরেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুই ব্যাপকের বৃদ্ধি পেতে চলেছে এবং সে ক্ষেত্রে আগামী দিন পনেরোর মধ্যে রাজ্যের কোথাও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে পর্যন্ত রেকর্ড করা যেতে পারে যেটি এই মুহূর্তে অনুভূত হচ্ছে ভারতের পশ্চিম উপকূলে মুম্বাই গোয়ার মতো জায়গাতে | আবহাওয়ার এই পরিবর্তনের সময় বিভিন্ন রকম রোগব্যাধি বাসা বাঁধে মানুষের শরীরে তাই নিজেকে স্বাভাবিক ও সুস্থ রাখতে সব সময় জুড়ে থাকুন আমাদের ফেসবুক পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ যে কোন ধরনের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য
No comments:
Post a Comment