বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে শীতের আমেজ থাকলেও সেরকম শীত কিন্তু দক্ষিণবঙ্গে দেখা মেলেনি। ফেব্রুয়ারিতে এ বছর যেরকম শীত হবার কথা সেরকম শীত কিন্তু এ বছর পড়েনি। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রির কাছাকাছি ছিল। যা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অনেকটাই এবছর উষ্ণ দিন বলা যেতে পারে। দেখা যাচ্ছে যে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে আগামী দিনে সম্পূর্ণভাবে শীত বিদায় নিতে চলেছে। ভোরের দিকে হালকা কুয়াশা সৃষ্টি হতে পারে এবং হালকা শীতের আমেজ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রার আগামী দিনে প্রায় ৩১ ডিগ্রি কাছাকাছি চলে যাবে যা স্বাভাবিক বলা যেতে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি থেকে ২২ ডিগ্রি কাছাকাছি চলে যাবে। আপাতত কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গায় কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থাকবে আগামী দিনে। যা পরিস্থিতি বোঝা যাচ্ছে তা হল সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২১ ডিগ্রি কাছাকাছি থাকবে আগামী দিনে অর্থাৎ বলায় যেতে পারে এবারের মতন সম্পূর্ণভাবে শীত বিদায় নিল।
No comments:
Post a Comment