মনসুন ব্রেক: বর্ষার বিশ্রাম এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, July 18, 2025

মনসুন ব্রেক: বর্ষার বিশ্রাম এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি

মনসুন ব্রেক: বর্ষার বিশ্রাম এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি

নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই....
ভারতীয় বর্ষাকালে একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ পর্ব হলো মনসুন ব্রেক, যা সহজভাবে বললে বর্ষার মাঝপথে বৃষ্টিপাত কমে যাওয়ার একটি পর্যায়। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু জুনের শুরুতে ভারতজুড়ে প্রবেশ করে এবং ধারাবাহিকভাবে বৃষ্টি আনে। তবে মাঝেমধ্যে এমন পরিস্থিতি দেখা যায় যখন মৌসুমী অক্ষরেখা (Monsoon Trough) স্বাভাবিক অবস্থান থেকে উত্তর বা দক্ষিণে সরে যায়, ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ দেশের বড় অংশে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে যায়। এই সময়টিকেই বলা হয় মনসুন ব্রেক (Monsoon Break)।

*কেন মনসুন ব্রেক হয়?*

👉 মৌসুমী অক্ষরেখার স্থান পরিবর্তন: সাধারণত এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা বিহারের উপরে অবস্থান করে। এটি উত্তর দিকে হিমালয়ের পাদদেশে সরে গেলে সমতল অঞ্চলে বৃষ্টি কমে যায়।
👉 প্রবল উচ্চচাপ বলয়ের প্রভাব: বঙ্গোপসাগর এবং আরব সাগরে উচ্চচাপ বলয় তৈরি হলে নিম্নচাপ সৃষ্টি বাধাগ্রস্ত হয়, ফলে বর্ষার গতি মন্থর হয়।
👉উত্তর-পশ্চিম ভারতের শুষ্ক বায়ুর অনুপ্রবেশ: এই শুষ্ক বায়ু মৌসুমী বাতাসের আর্দ্রতা হ্রাস করে।
👉 সমুদ্রের তাপমাত্রার পার্থক্য: সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা কম থাকলে মেঘ গঠন কম হয়।

এই সমস্ত কারণে মনসুন ব্রেক সাধারণত ৭-১০ দিন স্থায়ী হয়, তবে কখনো কখনো এটি দীর্ঘায়িতও হতে পারে। এই সময়ে আকাশ আংশিক মেঘলা থাকে, ভ্যাপসা গরম বৃদ্ধি পায় এবং কৃষিকাজে জলাভাব দেখা দেয়।

*বর্তমানে পশ্চিমবঙ্গে মনসুন ব্রেকের প্রভাব*
২০২৫ সালের জুলাই মাসের তৃতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গে আংশিক মনসুন ব্রেক চলছে।

দক্ষিণবঙ্গে (কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ) গত কয়েকদিন ধরে উল্লেখযোগ্য বৃষ্টি হচ্ছে না। মাঝে মাঝে আকাশ মেঘলা হলেও গরম ও আর্দ্রতা বেড়েছে।বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ না তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গে সক্রিয় বৃষ্টি নেই। ফলে বৃষ্টি না হয়ে গরম এবং ভ্যাপসা অস্বস্তি দেখা যাচ্ছে। তবে কিছু কিছু স্থানে স্থানীয় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে।

তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কারণ মৌসুমী অক্ষরেখা এখন হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। ফলে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও সমতল দক্ষিণবঙ্গে মনসুন ব্রেকের প্রভাব দেখা যাচ্ছে।

কৃষি ও সাধারণ জীবনে প্রভাব
মনসুন ব্রেকের সময় জলসেচে নির্ভর করতে হয়, কারণ বর্ষার ওপর নির্ভর করে আমন ধানের চারা রোপণ হয়। দীর্ঘ ব্রেক চললে কৃষকেরা সমস্যায় পড়তে পারেন।
তবে এই সময়ে নিম্নচাপ তৈরি হলে আবার বৃষ্টি শুরু হতে পারে এবং ব্রেক ভেঙে বর্ষা সক্রিয় হয়ে ওঠে।
মনসুন ব্রেক প্রকৃতির একটি স্বাভাবিক ঘটনা। এটি কখনো আশীর্বাদ, আবার কখনো কৃষকের চিন্তার কারণ হয়। বর্তমানে দক্ষিণবঙ্গে এর প্রভাব থাকলেও আগামী কিছুদিনের মধ্যেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সক্রিয় বৃষ্টি ফিরিয়ে আনতে পারে। ফলে গরমের হাত থেকে রেহাই পেতে এবং কৃষি কাজ এগিয়ে নিতে সকলেরই মনসুন সক্রিয় হওয়ার অপেক্ষা এখন।
নমস্কার আবহাওয়া সংক্রান্ত আরো বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজটিতে।। 
নমস্কার🙏

No comments:

Post a Comment