গত তিনদিন ধরে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই নিম্নচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে এই কারণে নানা স্থানে জলমগ্ন পরিস্থিতি দেখা দিয়েছে। দক্ষিণের পর এবার পালা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরপূর্ব বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গের সেইভাবে লক্ষ্য না করা গেলেও কয়েক জায়গায় দু এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে । সেই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।এই কয়দিন উত্তরবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকলেও রোদের দেখা মিলেছে কিন্তু এই পরিস্থিতির অবনতি করতে চলেছে খুব শিঘ্রই।
আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে সমতল ভূমি অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মধ্যে দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই অক্ষরেখা ক্রমশ উপরের দিকে অগ্রসর হওয়ার কারণে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে চলেছে ।
No comments:
Post a Comment