ফের নিম্নচাপ? নাকি মিলবে রোদের দেখা? কেমন আবহাওয়া থাকবে বাংলায় জানুন বিস্তারিত।। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, August 22, 2025

ফের নিম্নচাপ? নাকি মিলবে রোদের দেখা? কেমন আবহাওয়া থাকবে বাংলায় জানুন বিস্তারিত।।


বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ যার প্রভাবে ওড়িশা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আজ সারাদিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এই একই পরিস্থিতি আগামীকাল বজায় থাকবে। আগামী শনি ও রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী তিন দিন। উত্তরবঙ্গের জেলাগুলিতে সেইভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য না করা গেলেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী তিন দিন।
কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে আগামীকালও একই আবহাওয়া পরিস্থিতি লক্ষ্য করা যাবে।রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে মাঝারি বৃষ্টিপাত থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে শহরতলীতে এবং যার জেরে বিভিন্ন নিচু অঞ্চলে জলমগ্ন হয়ে পড়া পরিস্থিতি থাকছে। আপাতত আগামী দিন দিনে রোদের দেখা মিলবে না দক্ষিণবঙ্গের আকাশে। আগামী মঙ্গলবার থেকে আবহাওয়া কিছুটা উন্নতি দেখা যেতে পারে কিন্তু এই বৃষ্টিপাত সোমবার পর্যন্ত বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গজুড়ে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......