বিপর্যয় থেকে বাঁচতে প্রস্তুত থাকুন উত্তরবঙ্গবাসী
আগামী ২৪ ঘন্টা থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু আগামী ৪৮ ঘণ্টায় পাহাড়ি অঞ্চল গুলি বিশেষত দার্জিলিং , কালিংপং , জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । এই সময় উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে ধসের সম্ভাবনা থাকছে তার সাথে বিভিন্ন রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আগাম সতর্কতায় উত্তরবঙ্গে বসবাসকারী মানুষজন ও ঘুরতে যাওয়া বিভিন্ন পর্যটকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির সময় যাতে কেউ বাইরে ঘুরতে না বেড়ানোর কথা বলা হচ্ছে কারণ এই সময় নানা দুর্ঘটনার শিকার হতে পারে। অতিরিক্ত বৃষ্টির জেরে উত্তরবঙ্গে প্রবাহিত বিভিন্ন নদী বিপদ সীমার ওপর দিয়ে বইতে পারে। স্থান বিশেষে বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে।
আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গে কিছু কিছু স্থানে বৃষ্টি কিছুটা কমলে জলপাইগুড়ি ,কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য বছর এই সময় পর্যটকদের উপচে পড়া ভিড় উত্তরবঙ্গের লক্ষ্য করা যায় এবং এখনো তার ব্যতিক্রম নেই। বৃষ্টিপাতের কারনে পর্যটন শিল্পের ক্ষতির সম্মুখীন হতে পারে। ছাড়াও লোকসানের মুখে করতে পারে নানা হোটেলের মালিকরা।

No comments:
Post a Comment