Weather of west bengal
নিজস্ব সংবাদদাতা: আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা পরবর্তী ২৪ ঘন্টায় শক্তিবৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণাবর্তের প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে যার কারণে পূর্ব মধ্য বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল রয়েছে । সিস্টেমটি পরবর্তী ৪৮ ঘণ্টায় প্রাথমিক ভাবে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে । ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে দুর্বল হয়ে গিয়ে নিম্নচাপের আকারে বিহার ও তৎসংলগ্ন এলাকার উপর অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় সিস্টেমটি আরো দুর্বল হয়ে পড়বে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও তরাই ডুয়ার্স অঞ্চলে ভারী বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান। নদীয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টা পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কমে যাবে। আগামী ৪৮ ঘণ্টা পর থেকে মেদিনীপুর পুরুলিয়া ঝারগ্রাম পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলায় তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমে আসতে পারে রাতের দিকে ফের কিছুটা শীতের আমেজ পাওয়া যেতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তবে এখনই শীতের আমেজ আসবেনা কিছুটা বেলার দিকে গরম অনুভব হবে মধ্যরাতের দিকে হালকা মনোরম আবহাওয়া থাকবে।তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন ঠিক কি করে সেটাই দেখার। আপাতত ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল সিস্টেমটির উপর কড়া নজর রাখছে।

No comments:
Post a Comment