#Weatherofwestbengal
নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বেড়েছে ঠান্ডার তীব্রতা। ১৩ ই নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের দার্জিলিং ও তৎসংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮. ৬° সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম স্থান হিসেবে উঠে এসেছে শ্রীনিকেতনের নাম। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩. ২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম উলুবেরিয়া সমস্ত অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে উত্তরবঙ্গের সমতল অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ দুই বঙ্গে সমান শীত অনুভব হচ্ছে শক্তিশালী নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝা না থাকার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে তবে কুড়ি তারিখের পর থেকে দুই বঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ এই সময় বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ সৃষ্টি হলে জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর প্রবেশ করবে এবং উত্তরে হাওয়াকে আটকে দেবে তবে প্রাথমিক অনুমান অনুযায়ী নিম্নচাপটি শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা পাওয়া যাচ্ছে নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে এমনকি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে সেক্ষেত্রে যদি নিম্নচাপ সৃষ্টি হয় পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ বাড়বে নভেম্বরের শেষ সপ্তাহে তবে নিম্নচাপ কেটে গেলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শৈত্য প্রবাহ সমেত জাঁকিয়ে শীত অনুভব হবে সমগ্র পশ্চিমবঙ্গে।

No comments:
Post a Comment