ঠাণ্ডার আমেজ কমবে সাময়িক ভাবে তবে বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই পশ্চিমবঙ্গের।। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, November 17, 2025

ঠাণ্ডার আমেজ কমবে সাময়িক ভাবে তবে বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই পশ্চিমবঙ্গের।।

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় গতকালের তুলনায় আজ কিছুটা শীতের প্রকোপ কমেছে। যার কারণ বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে চলেছে। সিস্টেম হলেও এই সিস্টেমের প্রভাব বা নিম্নচাপের প্রভাব এখন পড়বে না দক্ষিণবঙ্গে তার কারণ এই সিস্টেমটি দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নভেম্বরের একেবারে শেষ দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যেটি উপরের দিকে উঠে আসতে পারে উপরের দিকে উঠে আসা মানে বাংলাদেশ মায়ানমার ওড়িশা বা পশ্চিমবঙ্গের দিকে অভিমুখ হতে পারে। তবে নিম্নচাপটি যেহেতু এখনো তৈরি হয়নি বা বেশ খানিকটা সময় পাওয়া যাচ্ছে তাই আশঙ্কার এখনই কিছু নেই। বৃষ্টি কিছুটা হয়তো হতে পারে সিস্টেমের প্রভাবে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরো কিছুটা বৃদ্ধি পেতে পারে প্রধানত রৌদ্রজ্জ্বল বা ঝাপসা শুষ্ক আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক ও বৃষ্টিহীন হতে পারে। এরই মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঠান্ডা অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি অনুভূত হবে। আগামী ৭ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয়বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা না থাকায় রোদের কাজ অবাধে কৃষক বন্ধুরা করতে পারেন। 
#Weatherofwestbengal

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......