ইতিমধ্যেই বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণাবর্ত, এবার কি শুধু সময়ের অপেক্ষা ?
গতকাল ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকেই এই নিম্নচাপটি ক্রমশ ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে এবং নিম্নচাপটিকে আরো শক্তিশালী করে তুলেছে।
কিছুদিন আগেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছিলো ঘূর্ণিঝড় মন্থা কিন্তু ওই ঘূর্ণিঝড় অতটা প্রভাব ফেলতে পারিনি। তবে বর্তমান পরিস্থিতিতে এই নিম্নচাপটি মন্থেদার থেকেও গুরুতর রূপ নিতে চলেছে । ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে তা এই মুহূর্তে নির্ণয় করা সম্ভব নয়। প্রাথমিকভাবে বিভিন্ন মডেল বিশেষণ করে দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। বিভিন্ন কৃষকদের আগাম সতর্কতা জানানো হচ্ছে যে এই মাসের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে দুর্যোগে দেখা দিতে পারে কারন এই সময় ঘূর্ণিঝড়টি আছড়ে করার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আগাম সর্তকতা অবলম্বন করতে বলা হচ্ছে।

No comments:
Post a Comment