Weather of west bengal
নিজস্ব সংবাদদাতা:দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুষ্পষ্ট নিম্নচাপটি বর্তমানে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে আরো শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণবঙ্গের ফের বাড়তে চলেছে ঠাণ্ডার দাপট। বঙ্গোপসাগরের দক্ষিণাংশে নিম্নচাপের কারণে অবাধে প্রবাহিত হচ্ছে উত্তরে বাতাস। এই উত্তরে বাতাস অত্যন্ত শুষ্ক ও শীতল হবার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা অত্যন্ত কমে যাবে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল থেকে ঝাপসা আবহাওয়া চোখে পড়বে। বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই । উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অবাধে উত্তরে বাতাসের প্রবাহের কারণে ঠাণ্ডার তীব্রতা বাড়বে। তবে উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে।। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ১২ থেকে ১৪° সেলসিয়াসের আশেপাশে থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভোরের দিকে ভালোই ঠাণ্ডা অনুভব হবে।।

No comments:
Post a Comment