উত্তরবঙ্গে আগামী ৩ দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া ?
উত্তরবঙ্গের আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে প্রায় ১৫° সেলসিয়াসের আশেপাশে। তবে ব্যাতিক্রমী দার্জিলিং ও কালিম্পং এ সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে প্রায় ১০°সেলসিয়াস। আপাতত উত্তরবঙ্গের কোনো স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ভোরের দিকে কুয়াশা লক্ষ্য করা যাবে এবং তার জেরে দৃশ্যমানতা কম থাকতে পারে সকালের দিকে। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদ্দৌজ্জ্বল পরিবেশ লক্ষ্য করা যাবে।
উত্তরবঙ্গের প্রায় সর্বত্র বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণের জন্য মনোরম পরিবেশ বজায় থাকবে। আগামী ৭২ ঘন্টায় শীতে আমেজ লক্ষ্য করা যাবে। তবে আগামী ৭২ ঘণ্টার পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে সর্বনিম্ন তাপমাত্রা আরো কমতে শুরু করবে। বিশেষত দার্জিলিং ও কাজিম্পং সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৫°-৭° সেলসিয়াস এর কাছাকাছি।

No comments:
Post a Comment