কেমন থাকছে কলকাতা ও তার তৎ সংলগ্ন অঞ্চলের আগামী তিন দিনের আবহাওয়া?
বিগত বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ তথা কলকাতা শরতলিতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পারদ লক্ষ্য করা গিয়েছে যা গত কয়েক বছরেও লক্ষ্য করা যায়নি। এইভাবে শীতের আমেজ এর মধ্যেই কলকাতায় বাড়তে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা।
আগামী তিন দিন কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলগুলিতে আগামী ৭২ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে প্রায় ১৬°-১৭° সেলসিয়াস এর কাছাকাছি। এছাড়াও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৬°-২৮° সেলসিয়াসের কাছাকাছি। তবে ভোরের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং তার পাশাপাশি সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকবে। এছাড়াও কলকাতা শহরতলিতে আগামী তিনদিন রোদৌজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। এই মুহূর্তে কোথাও কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও চলতি সপ্তাহের শেষে ফের জাকিয়ে শীত পড়ার আশঙ্কা থাকছে কলকাতা শহরতলিতে।

No comments:
Post a Comment