প্রবল শীতের কাঁপুনি🥶... ধরিয়ে দিল ঝাঁকুনি 🥶 - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, January 06, 2026

প্রবল শীতের কাঁপুনি🥶... ধরিয়ে দিল ঝাঁকুনি 🥶

নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পটে স্বাগতম জানাই। আশা করি প্রবল শীতেও আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আমাদের সবাইকে একসাথে এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আসলে বলতে গেলে এটাও একটা দুর্যোগ কারণ এই পরিস্থিতিতে বাড়ির বয়স্ক মানুষ এবং ছোট শিশুদের সত্যিই অনেক সমস্যা। তাই আবহাওয়ার নিত্যনতুন আপডেট পাওয়াটা খুব জরুরী সঠিক সময়। আর তার জন্য রয়েছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের টিম কারণ আমরা প্রতিনিয়ত সবার আগে আপনাদের সঠিক খবর ছড়িয়ে দিন যাতে আপনারা সতর্কতার ও সাধানতা অবলম্বনের জন্য প্রয়োজনীয় সময় পান। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আজকে কিরকম ঠান্ডা পড়েছে আপনাদের এলাকায় যা কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে। আগামী দিনে এরকম আরো অনেক রেকর্ড ভাঙতে চলেছে কারণ ঠান্ডা কিন্তু স্থায়ী থাকবে আরো বেশ কিছুদিন এবং প্রতিদিন কিন্তু নিত্য নতুন ভাবে রেকর্ড তৈরি করবে। উত্তরবঙ্গে এই শৈত্য প্রবাহের প্রভাব খুব বেশি না হলেও দক্ষিণবঙ্গে কিন্তু মারাত্মক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং যাবে। উত্তরবঙ্গের শৈল শহর গুলি কে কার্যত টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকা। আপনারা কারা কোন অঞ্চল থেকে এই ব্লগটি পড়ছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আপনাদের এলাকার পরিস্থিতি অবশ্যই আমাদের জানান। আজকের মতন আগামীকালও ব্যাপক ঠাণ্ডার সম্ভাবনা রয়েছে এবং প্রায় সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে একক অংকের সংখ্যা তে যা স্থায়ী থাকবে আরো বেশ কিছুদিন। নতুন বছরের শুরুতে এই শীতের কাঁপুনিতে সমস্যা নতুন করে দানা বাঁধছে। কৃষকদের তাদের ফসলের ওপর বাড়তি সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হচ্ছে। কারণ এমন তাপমাত্রায় অনেক ফসলের ক্ষয়ক্ষতি সম্ভব। সাধারণ মানুষদের অফিসে যেতে সমস্যা হচ্ছে সকালবেলা এবং যারা গাড়ি চালক আছেন তাদেরও ঘন কুয়াশা তে গাড়ি চালাতে খুব সমস্যা। তাই আগামী কয়েকদিনও আমাদের সকলের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করে আছে তবে আমরা সকলে মিলে এই পরিস্থিতির মোকাবেলা করতে পারব এবং সকলে মিলে সাবধানতা অবলম্বন করবো এবং আতঙ্কিত না হয়ে সঠিক খবর সবার মধ্যে ছড়িয়ে দেব। এরকমই আরো অনেক সঠিক খবর পেতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......