উত্তর তথা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাজুড়ে চলবে কতদিন চলবে শীতের দাপট?
উত্তর তথা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে এখনই বিদায় না শীতের। মাঝে শীত কিছুটা বিরতি নিলেও ফের সর্বনিম্ন তাপমাত্রার পতন লক্ষ্য করা গেছে উত্তর তথা দক্ষিণবঙ্গের জেলাজুড়ে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে ১০°-১৪° সেলসিয়াসের মধ্যে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০-১২° সেলসিয়াসের কাছাকাছি। কবে কলকাতা ও তার তৎ সংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে। বিভিন্ন মডেল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কলকাতায় আগামী তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫° সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যাবে। সকালবেলায় দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা কুয়াশা লক্ষ্য করা গেলেও রোদ্দৌজ্জ্বল পরিবেশ বজায় থাকবে।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে শীতের দাপট অব্যাহত থাকবে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় ৫° নীচে লক্ষ্য করা যাবে। এছাড়াও অন্যান্য পাহাড়ি অঞ্চলগুলিতে এবং সমভূমি অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১০°-১২° সেলসিয়াসের মধ্যে থাকবে । উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল গুলোতে সকালে দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে।উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে ভ্রমণের জন্য মনোরম পরিবেশ বজায় থাকবে।
আপাতত উত্তর তত দক্ষিণবঙ্গে জেলাগুলিতে শীত কমার সম্ভাবনা কম। জানুয়ারি মাসে রাজ্যজুড়ে ভালোই শীতের দাপট লক্ষ্য করা যাবে।

No comments:
Post a Comment