কমছে উত্তরের হাওয়া দাপট, জানুন কলকাতা শহরতলীতে আগামী তিন দিনের আবহাওয়া পরিস্থিতি
দক্ষিণবঙ্গ তথা কলকাতার বিভিন্ন অংশে উত্তরের হাওয়া দাপট অনেকটাই কমে এসেছে। যার ফলে শীতের দাপট কম লক্ষ করা যাবে। কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকবে যার প্রভাবে গরম অনুভূতি হবে।
কলকাতায় আগামী দিনগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় শহরতলীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪°-১৬° সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যাবে। এছাড়াও দিনের বেলায় সবোর্চ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আগামী ৭২ ঘন্টায় । সকাল ও রাতের দিকে শীতের আমেজ অনুভূত হবে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন কলকাতায় রৌদ্রজ্জ্বল পরিবেশ বজায় থাকবে।

No comments:
Post a Comment