Monsoon 2018 Long range Weather forecast, কেমন যাবে এবছরের বর্ষাকাল ? - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, April 29, 2018

Monsoon 2018 Long range Weather forecast, কেমন যাবে এবছরের বর্ষাকাল ?

Finally we presenting monsoon 2018 long range weather forecast.
Monsoon is the most vital for agricultur and effective our country's economical growth.
Monsoon connected with many life line like Agriculture farmers, Fishing, Share market, Industries, govermental and non governmental communities.
All those are completely dependable on the monsoon and Climate. Good Monsoon means more profit but bad and deficient monsoon means losses, Damages etc.
So all the people is now observed on this monsoon, What will be happen in upcoming monsoon season ?
How much get rain in this monsoon season ?
Now the time for end this long Wait. 



Weather of west bengal is now put forward Long range Weather forecast 2018.
We are definitely declare that this year Monsoon will be much good than 2014 and 2015. Good Monsoonal rain will be receive all over the country this year.
We analyse Long period Avarage based on all climatological condition and Statistical data and declare that this year 96% LPA possibility this year in monsoon season. 


June to September, Over all Good and normal monsoon rainfall chance to get in our country.
Which mean it's now stay in normal to bellow normal rainfall possibility in india. But it's very little and ignorable deficiency possibility of in this monsoon. Which have no chance of impact on agriculture and Indian economy.
We observed the west Pacific and east Pacific weather condition and sea surface temperature, which will be indicate this monsoon season will be started with a neutral Nino condition which is now stay in - 0.3 (> -0.5 = La Nino and <+0.5 Elnino).
But next few months it will be change, and go to positive Nino index and some weather agencies say it will be turn into Elnino condition likely on the end of the monsoon season.
Indian ocean Dipole is now nutral and go to the phase change likely weak Negative in this middle of monsoon season.

Which is also indicate middle of monsoon will be more rain in this year.
We are also observed the current Bay of Bengal and Indian ocean condition which is indicate this year expectedly monsoon will enter in kerala coast in around of 21st May 2018, from actual date of 1st June. ( +/- 5 DAYS )
Then it will be slowly advance the monsoon and cover the Indian peninsula and maharashtra and strike the north eastern states around 30th May and their after cover the Bangladesh and enter the first enter the north bengal around 3rd June and 5th June cover the kolkata and most part of West bengal. (+/- 5 DAYS )

Their after it cover other part of East India and central India around 15th and 20th June.
Atlast 28th June to 1st July completely cover up the entire the Indian subcontinent by the south West Monsoon. (+/-5 DAYS)
Let's see the monsoonal rainfall distribution over look June to September all over India. 
Most of the places in india recive good and sufficient rainfall activity in this monsoon season. Most of the places over india have to chance of normal rain.
But some places have to chance of above normal rainfall or bellow normal rainfall in this monsoon season.
Central India and some part of East India and kerala have too chances above normal monsoon rain in this year. Mainly Madhya pradesh, chatrishgarh, Maddhya maharashtra and coastal orisha have too seen good Monsoon Shower in this year.
Other hand of north eastern states of India, Hariyana and Western utter pradesh and Tamilnaru or south Andhra pradesh will be facing bellow normal rainfall activity in this monsoon season.

Other wise all over entire the Indian will occur good monsoonal shower in this season.
Let's sea the West bengal and East india and bangladesh chance to receive good monsoonal shower in this year.
But some places of middle of gangatic West bengal, jharkhand, coastal Orisha and coastal Bangladesh have to chance above normal rain in this monsoon season.
Other wise normal monsoonal rain will be available entire the region.
Let's see, month wise rainfall distribution of eastern india and bangladesh.
We are all known to monsoon season stay in here June to September.


So let's check the monthly monsoon rainfall distribution of eastern india and bangladesh.
June is the start and pick up season of monsoon. In month of June, Nino will be stay in neutral phase and other condition is mostly Fevorable for Good monsoonal shower in West bengal and Bangladesh region.
We are expecting that monsoon will be enter and cover up the most part of west bengal around 5th June from actual date of enter 10th June.
Which is assure that longer and active monsoon season in this year.  So, month of June West bengal, Jharkhand, Orisha and bangladesh also receive likely above normal rainfall. But north bengal will be normal.


Month of July which is the pick of the monsoon season. But rain will be decrease slidely in south bengal. But north bengal will receive above normal rainfall in this time.
Eastern and south Eastern bangladesh also receive above normal rainfall at this time.
Month of August will be reduceing rain in north bengal but south bengal also effecting by very good rainfall at this time.
South coastal Bangladesh and coastal orisha receive above normal rainfall in this month of August.
At last month of monsoon season, September is month of withdrawing monsoon month. This time monsoon go back and started to withdraw from north western india. So this time to start weak monsoon activity in entire the country.
Here this image is indicate north bengal and north eastern india have to reducing rain. Rain will be more reduce in the coastal district of gangatic West bengal and adjoining region or Bangladesh chance to bellow normal rainfall activity in this month of September.
But coastal orisha, some part of jharkhand and middle of Bangladesh chance to seen good Monsoon Shower in this month.
In this way monsoon 2018 will be end and giving a good Monsoon rain which helping us to grow up economically in our country.
Thank you.
অন্যান্য বছরের মতো এবারও Weather of West Bengal এনেছে বর্ষার দীর্ঘকালীন আবহাওয়ার পূর্বাভাস।
বর্ষাকাল অত্যন্ত গুরুত্ব পূর্ণ সময় চাষাবাদ এবং তার উপর নির্ভরশীল শিল্প ও বাণিজ্যের জন্য।
আর এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর মারফত ভারতের মতো কৃষিনির্ভর শীল দেশে বর্ষার আগমন ঘটে থাকে। যা ভারতের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিশেষ ভুমিকা পালন করে এই মৌসুমি বায়ু।
ভারতের সবচেয়ে বেশি বৃষ্টি এই মৌসুমী বায়ুর হাত ধরে ঘটে থাকে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত।
আর তাই এই মৌসুমি বায়ুর গতিবিধির ওপর নজর রাখে শিল্পপতি থেকে কৃষিজীবী মানুষ। সরকার থেকে সাধারণ মানুষ। কেমন যাবে এই বর্ষাকাল ? কতটা বৃষ্টি কোন জায়গা হবে ? ক্ষরার সম্ভাবনা আছে কি?  এই সব জানতে চায়।
তাই এই সব কিছুর অবসান হল এবার।
2018 Monsoon Long range Weather forecast বা বর্ষার দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশিত করতে চলেছি Weather of West Bengal এর তরফে।
সুদীর্ঘ গবেষণা, বিশ্লেষণ পর্যালোচনা করে এই বছরের বর্ষার দীর্ঘ মেয়াদি পূর্বাভাস দিতে চলেছি আমরা।
এবার দেখে নেওয়া যাক বিস্তারিত।
সমস্ত আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষন এবং বিশ্লেষণ করে এবং সংখ্যাতত্ব বিচার করে এই বছর স্বাভাবিক বর্ষা এবং তার চেয়ে কিছুটা কম বৃষ্টির সম্ভাবনা ইঙ্গিত দেওয়া হচ্ছে। কিছু টা কম বলতে এমন কোন কম বৃষ্টির সম্ভাবনা নেই যা কৃষি এবং বানিজ্য ক্ষেত্রে কোন রকম ক্ষতি সাধন করবে।
সুতরাং আশঙ্কার কোন সম্ভাবনা নেই।
আশার বানি এই স্বাভাবিক বৃষ্টি দেশের সব অংশে পরিলক্ষিত হবে এই বছরে।
Long period Avarage বা দীর্ঘ সময়ের গড় এর হিসেবে 96% LPA সম্ভাবনা আছে বলে জানান হচ্ছে যা স্বাভাবিক বর্ষার ইঙ্গিত।
এই বছরের প্রশান্ত মহাসাগরের Nino পরিস্থিতি, সমুদ্রের জলের তাপমাত্রা এবং ভারত মহাসাগরের আবহাওয়া পরিস্থিতি গভীর ভাবে পর্যবেক্ষণ করে জানান হচ্ছে যে, বর্তমানে ENSO Nutral এবং পরবর্তী কালে বর্ষার মাঝামাঝি সময়ের পর থেকে Elnino এর দিকে এগোবে পরিস্থিতি। কিন্তু বর্ষার থাকাকালীন Elnino হবে না। অন্য দিকে ভারত মহাসাগরের ক্ষেত্রে বর্তমানে Nutral Dipole থাকায় পরবর্তী কালে Weak Negative হতে পারে। যা বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পক্ষে অনুকূল হবে।
সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষন করে এটাও জানানো হচ্ছে যে এই বছর স্বাভাবিক সময়ের আগেই  ভারতের মুল ভূখণ্ড কেরলে ঢুকে পরতে সক্ষম হবে। 21 শে মে এর আশেপাশে ঢুকতে পারে যার থেকে 5 দিন আগে বা পরে হবার সম্ভাবনা আছে।
এর পর মৌসুমী বায়ু আরো এগোতে থাকবে এবং 30 মে উত্তর পূর্ব ভারতে, 3 রা জুন  বাংলাদেশ ও উত্তরবঙ্গে এবং 5 ই জুন পশ্চিমবঙ্গে বর্ষার আগমন ঘটবে। 

এরপর ভারতের বাকি অংশে পুরো পুরি ভাবে ছড়িয়ে পরতে 1st জুলাই পর্যন্ত লাগতে পারে।
আমরা আগেই বলেছি ভারতের প্রায় সব অঞ্চলে মোটের ওপর স্বাভাবিক বর্ষা দেখা যাবে।
কিন্তু বিশেষ কিছু অঞ্চলে কম আর বিশেষ কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা।
স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে মধ্য ভারতের মধ্যপ্রদেশ, ছত্তিরিশগড়, মধ্য মহারাষ্ট্র, কেরলা, উপকূলবর্তী ওড়িষা ও ঝাড়খণ্ডে।
তেমন স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরপূর্বের রাজ্য গুলিতে এবং তামিলনাড়ু ও হরিয়ানার কিছু অংশে।
বাকি অঞ্চলে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবার দেখে নেওয়া যাক পূর্ব ভারত সহ বাংলাদেশে কেমন বৃষ্টির সম্ভাবনা।

বর্ষাকাল শুরু হয় জুন থেকে। এবছরে বর্ষার শুরুটা হবে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি দিয়ে। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, পুরো বাংলাদেশে, ঝাড়খন্ডে, ওড়িষা তেও।
কিন্তু বিহার ও উত্তরবঙ্গে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা।

বর্ষা যখন মধ্য গগনে থাকে তার আসল সময় হল জুলাই। 
আর জুলাই মাসে উত্তরবঙ্গ জুড়ে স্বাভাবিক এর চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। এর সাথে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলাদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাকি অংশে স্বাভাবিক বৃষ্টি সম্ভাবনা থাকছে।


আসছি আগস্ট মাসের বৃষ্টির পরিমাণে।
আগস্ট মাসে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে, পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলে এবং দক্ষিণ ওড়িষাতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি দেখা যেতে পারে।
সেক্ষেত্রে উত্তরবঙ্গ বাদে বাকি অংশে স্বাভাবিক বৃষ্টি হবে।
সেপ্টেম্বর হল বর্ষার শেষ মাস। এই মাসে এমনিতেই বৃষ্টির পরিমাণ কমতে থাকে ভারতের বিভিন্ন রাজ্যে থেকে।

এবছরে সেপ্টেম্বরের বৃষ্টি উল্লেখ যোগ্য ভাবে কম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এছাড়া দক্ষিণবঙ্গের কিছু জেলা ও বাংলাদেশের কিছু অঞ্চলে বৃষ্টির কম হবে স্বাভাবিকের চেয়ে।
সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলে, বাংলাদেশের মধ্যাঞ্চলে, ও ওড়িষা উপকূলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাকি অংশে স্বাভাবিক বৃষ্টি হবে।
এই ভাবে শেষ হবে এই বছরের বর্ষাকাল। পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গ, ওড়িষা, ঝাড়খন্ড, বিহার  এবং প্রতিবেশী দেশ বাংলাদেশেও এবছরের মোটের ওপর স্বাভাবিক বর্ষা পাবে বলে আশা করা যায়।
যা ভারতের ও বাংলাদেশের কৃষি ও অর্থনৈতিক সমৃদ্ধি করতে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে।
ধন্যবাদ।
Please Like and Share our forecast.
Thank you.

By P.Ghosh
Utsav Biswas
Subhodip Ghosh
Debjit Majumder

Update: 9:00 pm IST
29/04/2018

No comments:

Post a Comment