স্ট্রং মনসুন ফ্লো: বর্ষার নতুন ছন্দে দক্ষিণবঙ্গ - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, July 13, 2025

স্ট্রং মনসুন ফ্লো: বর্ষার নতুন ছন্দে দক্ষিণবঙ্গ

*স্ট্রং মনসুন ফ্লো: বর্ষার নতুন ছন্দে দক্ষিণবঙ্গ*
নমস্কার ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত জানাই....
বছরের এই সময়টায় বৃষ্টি আসার অপেক্ষায় থাকে গোটা দক্ষিণবঙ্গ। জুনের শেষ থেকে জুলাই পর্যন্ত একটানা আকাশে মেঘের আনাগোনা, দমকা হাওয়া আর হঠাৎ বৃষ্টি—সবকিছুর মাঝেই থাকে এক অদ্ভুত রোমাঞ্চ। কিন্তু এবার দক্ষিণবঙ্গে যা শুরু হয়েছে, তা একেবারে সাধারণ বর্ষার চেয়ে আলাদা। কারণ, এবারে দক্ষিণবঙ্গ **স্ট্রং মনসুন ফ্লো**-এর প্রভাবে টানা বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে।

*👉স্ট্রং মনসুন ফ্লো কী?*
স্ট্রং মনসুন ফ্লো বলতে বোঝায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু যখন ক্রমাগত শক্তি নিয়ে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে নিয়ে আসে এবং তা পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের দিকে ধাবিত হয়। সাধারণত জুনের শেষ থেকে জুলাইয়ে বৃষ্টি শুরু হলেও স্ট্রং মনসুন ফ্লো এলে ২-৩ দিনের মধ্যেই বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং একটানা কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থেকে যায়।
*👉এবারের দক্ষিণবঙ্গের পরিস্থিতি*
এবার জুলাইয়ের শুরু থেকেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়। এর সাথে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে ওঠে। এর ফলেই দক্ষিণবঙ্গে শুরু হয় একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টি। হাওয়ার গতিবেগও বেড়ে গিয়েছিল, উপকূলীয় অঞ্চলে ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যায়।

কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পায়। শহরের নিম্নাঞ্চলগুলো জলমগ্ন হতে শুরু করে এবং কৃষি জমিতেও জলের সঞ্চয় হতে থাকে।
*👉স্ট্রং মনসুন ফ্লো-র সুফল*

➡️ *কৃষির জন্য উপকারী*: এই বৃষ্টির জলে জমিতে প্রাকৃতিক সেচ হয়, যা ধান সহ বর্ষাকালীন ফসলের জন্য অত্যন্ত উপকারী।
➡️ *তাপমাত্রা হ্রাস* : গরমে অতিষ্ট জনজীবন কিছুটা স্বস্তি পায়।
➡️ *জলাশয় পূর্ণ হয়* :পুকুর, নদী ও খালের জলস্তর বৃদ্ধি পায়, যা শীতকাল পর্যন্ত পানির চাহিদা মেটাতে সাহায্য করে।

👉 *স্ট্রং মনসুন ফ্লো-র কুফল*

তবে এই টানা বৃষ্টি কিছু সমস্যাও তৈরি করে। শহরাঞ্চলে জল জমে থাকায় মানুষকে সমস্যায় পড়তে হয়। কিছু এলাকায় বন্যার আশঙ্কাও দেখা দেয়। ধস-প্রবণ এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়ে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটে।

👉 *আগামী দিনের পূর্বাভাস*

 আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গে স্ট্রং মনসুন ফ্লো অব্যাহত থাকতে পারে। উপকূলের দিকে ভারী বৃষ্টি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমী অঞ্চল গুলি সহ বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের জন্য সমুদ্র উত্তাল থাকার কারণে সতর্কতা জারি করা হয়েছে।
 স্ট্রং মনসুন ফ্লো বর্ষাকালকে সুন্দর ও প্রাণবন্ত করে তোলে, আবার কিছুটা সতর্কতা ও সাবধানতা না নিলে তা বিপদও ডেকে আনতে পারে। প্রকৃতির এই বর্ষার ছন্দ আমাদের জীবন-জীবিকায় যেমন প্রভাব ফেলে, তেমনি আমাদের পরিবেশকেও সতেজ করে। বৃষ্টি উপভোগ করুন, তবে সতর্ক থাকুন।
আবহাওয়া সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল পেজটিতে ।
নমস্কার।

No comments:

Post a Comment