Seasonal first Thunderstorm possible this weekend, সরস্বতী পুজোতেও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা ? - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, February 07, 2019

Seasonal first Thunderstorm possible this weekend, সরস্বতী পুজোতেও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা ?



দেখতে দেখতে শীত বিদায়ের সময় চলে এলো। তাপমাত্রা বেশ কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী রয়েছে। তাহলে কি সত্যি শীত বিদায় নিয়ে নিল ?
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার কারণ হল একটি পশ্চিমী ঝঞ্ঝা,যা বেশ কিছুদিন ধরে উত্তর ভারতে বৃষ্টিপাত ঘটিয়ে বর্তমানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হয় ধীরে ধীরে পূর্ব দিকে এগিয়ে আসছে এর ফলে এই সপ্তাহের শেষে কলকাতাসহ দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
পশ্চিম ঝন্ঝা সাথে যুক্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা এবং উত্তর বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চলে একটি উচ্চচাপ তৈরি হয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে
এর ফলে কলকাতা সংলগ্ন অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদিও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এই সমস্ত অঞ্চল গুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাই এই সপ্তাহের শেষে শুক্রবার এবং শনিবার এ কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে
এবং রবিবারের সকালের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা থাকছে সে ক্ষেত্রে সরস্বতী পুজো পশ্চিমবঙ্গ বাসীর ভালোই কাটবে আশা করা যায়।
কিন্তু আগামী শুক্রবার এবং শনিবার এ আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে বলে জানানো হচ্ছে।



After long time, seasonal first Thunder storm will be held on upcoming Friday and Saturday also. Because of a Strong Western Disturbance rolling down to East South East direction to the West Bengal region also.
Specially, North Bengal and Western district of South Bengal.
Kolkata and nebourhood areas have to chances very little amount of rainfall in next 48 to 72 hours upto Saturday night. From Sunday morning will be clear.
So next 48 to 72 hours, maximum temperature and minimum temperature was recorded around 15°C and 28.6°C.
After all a good news for people of West Bengal, no rainfall possibility in this Sunday. But after passing of Western Disturbance,
So be prepare for enjoying seasonal first rainfall in this weekend.
Thank you
By Prosun Ghosh
Update: 01:30 IST
07/02/2019

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......