সত্যি কি ধেয়ে আসছে সাইক্লোন শক্তি !? নাকি পুরোটাই গুজব !!! জানতে পড়ুন ... - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, May 14, 2025

সত্যি কি ধেয়ে আসছে সাইক্লোন শক্তি !? নাকি পুরোটাই গুজব !!! জানতে পড়ুন ...

নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর ব্লগস্পটে স্বাগতম জানাই। ইতিমধ্যে লক্ষ করা যাচ্ছে যে প্রতিদিনই ঘর্মাক্ত গরমে নাজেহাল হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা তবে তার সাথেই বেশ কিছু অঞ্চলে আবার বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি লক্ষ্য করে যাচ্ছে। প্রাক বর্ষা মৌসুমে কিছুটা এরকমই আবহাওয়ার লক্ষ্য করা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আগামী দিনে একই রকম হবে আবহাওয়া বজায় থাকবে অর্থাৎ গরমের থেকে এই মুহূর্তেই নিস্তার নেই বলেই মনে করা হচ্ছে। তবে স্থান বিশেষে বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টি কিছুটা সাময়িক স্বস্তি এনে দেবে তবে রেহাই দেবে না। এমত অবস্থায় চারিদিকে বিভিন্ন মিডিয়ার ফেক খবরে গুজব রটেছে যে পশ্চিমবঙ্গের উপর ধেয়ে আসছে সাইক্লোন শক্তি। আসলে এটি সাইক্লোন শক্তি নয় এটা বরং সাইক্লোন গুজব কারণ এখনো অব্দি শুধুমাত্র একটি সার্কুলেশন তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আমাদের প্রতিনিয়তই সার্কুলেশন এর উপর মনিটরিং চলছে এবং এখনই এটা বলা কখনোই সম্ভব নয় সাইক্লোন আদৌ পরিণত হবে কিনা এবং যদিও বা হয় তাহলে এটা আসলেই কোথায় ল্যান্ড ফল করবে। এই সারকুলেশন থেকে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হতে পারে, তারপরও যদি এই সিস্টেমটি শক্তি বানায় তখনই এটাকে সাইক্লোন বলা সম্ভব অর্থাৎ এখনই সাইক্লোনের শক্তি তৈরি হবে তার ১০০% সম্ভাবনা নেই এছাড়া তৈরি হলেও যে সেটি পশ্চিমবঙ্গেই আজকে পড়বে, তারও কোন সম্ভাবনা এই মুহূর্তেই নেই । তাই যে সমস্ত মিডিয়া থেকে বলা হচ্ছে যে সাইক্লোন শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ উপকূলে তারা আতঙ্ক ছড়ানোর জন্য গুজব ছড়াচ্ছে । তাই এসব মিথ্যা খবরে অযথা আতঙ্কিত হবেন না এখনই সাইক্লোন শক্তি এর কোনরকম সম্ভাবনা নেই, যখনই সম্ভাবনা তৈরি হবে তখন অবশ্যই আপনাদের জানানো হবে।  আমরা আমাদের দর্শকদের ঠিক সঠিক সময় যখনই কোন রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করব অবশ্যই তা জানানো হবে তাই আপনারা মিথ্যা খবরে কোন কান দেবেন না এবং আগামীকাল আমাদের বর্ষা সম্পর্কিত আপডেট আসতে চলেছে আমাদের ফেসবুক পেজে লাইভে এবং সেখানে আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য। আবহাওয়া সংক্রান্ত এরকম বিস্তারিত তথ্য পেতে অবশ্যই আমাদের পেজ ফলো করে নিন ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......