ঘূর্ণিঝড় কেন্দ্রের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৫ থেকে ১৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আগামী ১২ থেকে ২৪ ঘন্টায় ঘূর্ণিঝড় আরো শক্তি বৃদ্ধি করে অতি তীব্র প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এবং ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে মনে করা হচ্ছে যে, স্থলভাগ থেকে ঘূর্ণিঝড়ের কেন্দ্র বহু দূরে থাকার ফলে ঘূর্ণিঝড় আরো শক্তি বৃদ্ধি করে মহা প্রলয়কারী ঘূর্ণিঝড় এ পরিণত হতে পারে।
ঘূর্ণিঝড় এর ফলে বঙ্গোপসাগরের অধিকাংশ সমুদ্রে খুবই উত্তাল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী ২৪ ঘণ্টায়।
পরবর্তী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে ঝড়ো হাওয়ার গতি বেগ আরো বৃদ্ধি পেয়ে ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
তাই সমুদ্রে পর্যটক ও মৎস্যজীবীদের গভীর সমুদ্রের নামতে নিষেধ করা হচ্ছে।
যারা ইতিমধ্যে সমুদ্রে চলে গেছেন তাদের এখনই ফিরে আসতে নির্দেশ দেওয়া হচ্ছে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে, ঘূর্ণিঝড় টি শক্তি বৃদ্ধি করে উত্তর উড়িষ্যা উপকূলের খুব কাছ দিয়ে সরে পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করবে।
ঘূর্ণিঝড়ের উপকূল অতিক্রমের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পশ্চিমবঙ্গের উপকূলের ১৭০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
সে ক্ষেত্রে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সে ক্ষেত্রে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় কমপক্ষে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
তাই দক্ষিণবঙ্গ জুড়ে লাল সর্তকতা জারি করা হচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতির উপর খুব ভালভাবে নজর রাখা হচ্ছে।
By Shubhodip Ghosh
Senior Analyses team
Update: 02:15 PM IST
30/04/2019
Jhargram e kal ki jhorbristi hote pare
ReplyDeleteapnader prediction is contrary to the IMD, IMD predicts landfall over south odisa
ReplyDeleteApatoto na...
ReplyDeleteNext 48 hours er por thaka jhor bristir somvabona thakche