সুস্পষ্ট নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বর্ষণের সাথে ৪৫ কিমি বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে - - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, August 19, 2024

সুস্পষ্ট নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বর্ষণের সাথে ৪৫ কিমি বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে -


নমস্কার আপনাদের সকলকে বেদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পটে স্বাগতম জানাই। গতকাল দফায় দফায় কলকাতা শহরতলি ছাড়াও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে কারণ নিম্নচাপ । বলা যেতে পারে বহুদিন পর এরকম বৃষ্টিপাত চাক্ষুষ করলে শহর কলকাতা যার জেরে বিভিন্ন অঞ্চলে রাস্তা জলমগ্ন বলা যায়। গতকাল ভারী বৃষ্টি পাত লক্ষ্য করা গেছে বাঘাযতীন, দমদম, বারাসাত, সন্তোষপুর, বড়বাজার, পার্ক স্ট্রিট, বাগুইআটি, কল্যাণী, লিলুয়া, শাপূর্জি, দমদম এয়ারপোর্ট ও সল্টলেক  এই সমস্ত অঞ্চলে । উল্লেখযোগ্য ভাবে বলা যায় যে গতকালের মতো আজকেও বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডারে অবস্থিত নিম্নচাপের ছেড়ে বর্ডার সংলগ্ন বেশ কিছু অঞ্চলে আমরা কিন্তু ভারী বৃষ্টিপাত করতে পারি আজকে। দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল তারপর আস্তে আস্তে দক্ষিণবঙ্গ থেকে আবহাওয়ার ক্রমশ উন্নতি হতে শুরু করবে এবং বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে কিন্তু মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির এই ব্যাটিং চলতে থাকবে তাই আপনারা সকলে সাবধানে থাকবেন এবং জমা জলে কারেন্টের তার ছিড়ে পড়ে যাওয়ার মতন সমস্যা দেখা দিতে পারে তাই সতর্ক থাকবেন। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তাই আবহাওয়া সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পেতে চোখ রাখবেন আমাদের পেজ ওয়েস্ট বেঙ্গল এ।


No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......