Depression over Bay, ঘূর্ণিঝড় সৃষ্টি সম্ভাবনা। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, April 26, 2019

Depression over Bay, ঘূর্ণিঝড় সৃষ্টি সম্ভাবনা।



As per our Weather Prediction, Low pressure over extreme south of Bay of Bengal and adjoining South east Bay of Bengal. Which is located near 3.5°North and 90.0°East, coastal area of Sumatra.
Which was intensify into Well mark Low pressure area in past 24 hours, and now intensify into Depression.
Depression chance to intensify into Deep Depression in next 12 hours and furtherintensify into Cyclonic Storm "Fani".
Centre pressure of this system 1004 hpa and wind speed reach 45 to 55 kmph. Already it's now move to North West wards in next 48 to 72 hours. After 72 hours, System will be recurve from the coastal Tamilnaru and Andhra pradesh also and move to North East direction towords the West Bengal and Bangladesh region.
Current Observation indicate, all weather condition are fevorable for good intensifition of this system.
But Now will be chance to facing severe weather Alert for Tamilnaru, Srilanka and Coastal Andhra pradesh.
But Now be prepair for cyclone tracking and any such as weather conditions.
Weather of West Bengal team, constantly monitoring on this system.
For Checking of any weather updates about cyclone, Follow us.



ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী খুব শীঘ্রই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মরসুমের প্রথম নিম্নচাপ ও ঘূর্ণিঝড় তৈরীর সম্ভাবনা দেখা দিয়েছে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলের ওপর অবস্থানরত নিম্নচাপ ক্রমশশক্তি বৃদ্ধি করে গত ২৪ ঘন্টাতে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে।
যা বর্তমানে ক্রমশ আরো শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
বর্তমানে গভীর নিম্নচাপ টি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ৩.৫° উত্তর এবং ৯০° ডিগ্রী পূর্বে অবস্থান করছে।
গভীর নিম্নচাপের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রে বায়ুচাপ ১০০৪ মিলিবার, এবং নিম্নচাপের প্রভাবে সেখানকার সমুদ্র খুবই উত্তাল।
গভীর নিম্নচাপটি আগামী 12 ঘণ্টায় আরো শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং আগামী 12 থেকে 24 ঘণ্টার মধ্যে আরো শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় 'ফেনী' তে পরিণত হবার সম্ভাবনা।
ওই অঞ্চলে সমুদ্রের জলের তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি থাকায় এবং পারিপার্শ্বিক আবহাওয়া পরিস্থিতি অনুকূল থাকায় নিম্নচাপ খুব দ্রুত শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে।
নিম্নচাপটি আগামী 72 ঘন্টায় উত্তর উত্তর-পশ্চিমে অগ্রসর হবার সম্ভাবনা থাকে এবং তা তামিলনাড়ুর উপকূলের দিকে প্রাথমিকভাবে অগ্রসর হবে।
এবং অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু উপকূল এর কাছে আসার পর ঘূর্ণিঝড়ের অভিমুখ পরিবর্তন করে উত্তর উত্তর পূর্বে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলের কোন একটি অঞ্চল অতিক্রম করতে পারে।
সমস্ত রকম আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় ঘূর্ণিঝড় ক্রমাগত শক্তি বৃদ্ধি করে মহা প্রলয়ংকারী ঘূর্ণিঝড় এ পরিণত হবার সম্ভাবনা রয়েছে।
যদিও ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে সমস্ত রকম পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।
তাই ঘূর্ণিঝড় সংক্রান্ত বিশেষ বুলেটিন পেতে নজর রাখুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ পেজে।

Thank you 
P.Ghosh
Update 7:00 AM IST 
26/04/2019

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......