যা দক্ষিণবঙ্গ বাসীর কাছে স্বস্তিদায়ক হলেও কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতি আর স্বস্তিদায়ক হবে না বলেই জানানো হচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ তরফ থেকে।
ঘূর্ণিঝড় ফোনই উত্তর-পূর্ব ভারতে চলে যাওয়ার পর থেকেই উত্তর পশ্চিম ভারত থেকে উষ্ণ এবং শুষ্ক গরম বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে একটু একটু করে।
এর ফলে ইতিমধ্যেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি সহ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে।
তার সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকার ফলে গরম এবং তাপদাহ ক্রমশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা এবং 72 ঘন্টা তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এর সাথে উত্তর পশ্চিম ভারত থেকে গরম বাতাস পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এর ফলে আগামী দুই থেকে তিন দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে, বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ৩৮° এবং ৩৯° সেলসিয়াসে কাছাকাছি পৌঁছে যাবে। এবং সেক্ষেত্রে আগামী ৭২ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এর আশপাশে হবে বলে মনে করা হচ্ছে, এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে যেতে পারে। এর ফলে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চরম তাপদাহ পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
- কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৯° থেকে ৪০° সেলসিয়াস এর আশপাশে।
- উত্তর ২৪ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুরের তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ থেকে ৪১° সেলসিয়াস এর আশপাশে।
- পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের, পশ্চিম বর্ধমান তাপমাত্রা পৌঁছাতে পারে ৪২° থেকে ৪৩° সেলসিয়াস এর আশপাশে।
সকালের দিকে তা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে আর্দ্রতা কমে যাওয়ার ফলে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। তারি সাথে বিকেল বা রাতের পর আর্দ্রতা বৃদ্ধি পাওয়ার ফলে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের রাতের দিকে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
এর ফলে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলোতে রাতে এবং দিনে দহন জ্বালা থেকে রেহাই পাবে না।
এবং এখনই বৃষ্টিপাতের কোন রকম ইঙ্গিত না থাকায় দহন জ্বালা থেকে রেহাই বা নিষ্কৃতি পাওয়া প্রায় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।
তাই এখন অপেক্ষা সাময়িকভাবে স্বস্তিতে কালবৈশাখীর এবং বর্ষার জন্য অপেক্ষা করতে হবে।
☀️☀️☀️☀️☀️🌡️🌡️🌡️🌡️🌡️
After gone of Cyclone Fani, got some relief from heat in West Bengal. West Bengal received good amount of rain and temperature was decreased all those days. But past 24 hours the weather condition indicate severe Heat wave coming in upcoming days.
Because of have no significant weather condition will be seen in all over Bengal and Strong westerly dry and hot windentering in South Bengal.
For this reason South Bengal have chance to faces severe heat wave in this summer. Kolkata and neighborhood areas have to possibility of heat wave like situation in upcoming days.
In next 72 hours, maximum temperature will be rising up above 43°C in western district of gangetic West Bengal like Bankura, Purulia, West Bardhaman, and Kolkata and Suburban areas chance to record around 39°C to 40°C in next 3 days.
Have no possibility of significant thunderstorm, in upcoming 3 days.
So be careful and take protection to avoid this heat wave.
By P.Ghosh
Update: 7:40 pm IST
06/05/2019
No comments:
Post a Comment