ঘূর্ণিঝড় ফণীর শক্তি বৃদ্ধি ও অবস্থান - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, May 01, 2019

ঘূর্ণিঝড় ফণীর শক্তি বৃদ্ধি ও অবস্থান


 

 ইতিমধ্যে পশ্চিম বঙ্গপসাগারে অবস্থানরত অতি  তীব্র  প্রবল ঘূর্ণিঝড় ফণী প্রবল শক্তি বৃদ্ধি করে 
উত্তর উত্তরপূর্বে আগ্রসর শুরু করেছে । ঘূর্ণিঝড় টি বর্তমানে কোলকাতা থেকে ৯৫২ কিলোমিটার থে দক্ষিন পশ্চিম , দিঘা থেকে ৮২৪ কিলোমিটার দক্ষিন পশ্চিমে , পার দ্বীপ থেকে ৬৪৮ কিলোমিটার দক্ষিন পশ্চিমে অবস্থান করছে । 
     ঘূর্ণিঝড় কেন্দ্রের ১০০ কিলোমিটার  এর মধ্যে বাতাস এর গতিবেগ ঘণ্টায় ২৩০ কিলোমিটার , প্রতি ঘণ্টায় বৃদ্ধি পাচ্ছে । 



 ঘূর্ণিঝড় এর ফলে পশ্চিম মধ্য বঙ্গপসাগার খুবই উত্তল  তাই  এর ফলে  ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ,  ও পশ্চিমবঙ্গের   মৎস্যজীবীদের  ৫ তারিখ পর্যন্ত  সমুদ্র বা নদীতে না যাবার  নিষেধাজ্ঞা জারী করা হচ্ছে । 
     উত্তর পশ্চিম  মধ্য বঙ্গপসাগারে  সমুদ্র জলোপৃষ্ঠের  তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে ৩০ডিগ্রি  সেলসিয়াস এর মধ্যে থাকার ফলে ঘূর্ণিঝড় সহজেই  শক্তি বৃদ্ধি করতে পারছে এবং শক্তি ধরে রাখতে পারছে ।


  ঘূর্ণিঝড়  কেন্দ্রে বায়ুর চাপ ৯২২ মিলিবার  বিভিন্ন আবহাওয়ার পর্যবেক্ষণ করে  Weather of West Bengal  এর তরফ থেকে জানানো যাচ্ছে যে  ঘূর্ণিঝড় এর প্রভাবে ২ তারিখ  দুপুর এর পর থেকে দক্ষিন বঙ্গের উপকূল সহ বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে আগামী ৩ ও ৪ তারিখ কে সারাদিন প্রবল ঝড়  বৃষ্টিপাত এর সম্ভবনা আছে ।
 দক্ষিন বঙ্গে   ৪ ঠা মে  এর পর থেকে আবহাওয়া্র পরিস্থিতি উন্নতি লক্ষ্য করা  যাবে ।

      ঘূর্ণিঝড় ও আবহাওয়া্ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য  জানিয়ে দেওয়া হবে । 
     ঘূর্ণিঝড় সংক্রান্ত আরও  তথ্য জানতে আমাদের পেজে নজর রাখুন ।

                  Thank you. 

                                                                                             update
                                                                                                date : 01/05/2019
                                                                                                time :  04:00pm            

2 comments:

  1. মুর্শিদাবাদের কি খবর

    ReplyDelete
  2. পশ্চিমবঙ্গের কি খবর

    ReplyDelete