কলকাতাসহ দক্ষিণবঙ্গের জুন মাস এবং জুলাই মাস পুরোপুরি বৃষ্টির ঘাটতির মধ্যে দিয়ে গেছে। বর্ষা অনেক আগে প্রবেশ করলেও সক্রিয় না থাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টি-ঘাটতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে কলকাতায় বৃষ্টিপাতের ঘাটতি 68 শতাংশ হয়েছে।
অন্যান্য জেলায় বৃষ্টিপাত এর ঘাটতি অনেক চরমে পৌঁছেছে। জুন এবং জুলাই মাসের বৃষ্টিপাত যে পরিমাণ হওয়ার কথা দক্ষিণবঙ্গে সে তুলনায় অনেক কম হয়েছে।
এই পরিস্থিতিতে কোনরকম শক্তিশালী সিস্টেম এই বৃষ্টিপাতের ঘাটতি অনেকটা পূরণ করতে পারে।
আর ইতিমধ্যেই সেই পরিস্থিতি তৈরি হতেে চলেছে বঙ্গোপসাগরে।
আগামী 48 ঘন্টা থেকে 72 ঘণ্টার মধ্যে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে।
ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ এবং আরো শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সমস্তত রকম আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে যে, গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও থাকছে।
যদিও ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে এখনো পর্যন্ত গভীর নিম্নচাপ এর কথা উল্লেখ করা হচ্ছে।
এর প্রভাবে আগামী সপ্তাহে, মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ অত্যধিক বৃদ্ধি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায়, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই।
পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপ এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র খুবই উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
নিম্নচাপ গভীর নিম্নচাপেে পরিণত হলে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে, তারি সাথে সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ তরফ থেকে জানানো হচ্ছে যে, এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি পাত এর ঘাটতি বেশ অনেকটাই কমবে এবং আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য আশা করা যাচ্ছে।তাই সব মিলিয়ে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের বর্ষার ভাগ্য ফিরবে বলে আশা যাচ্ছে।
By P.Ghosh
Update: 02:00 AM IST
04/08/2019
No comments:
Post a Comment