অবশেষে কলকাতাবাসীর জন্য স্বস্তির খবর, ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহান্তে। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, July 25, 2019

অবশেষে কলকাতাবাসীর জন্য স্বস্তির খবর, ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহান্তে।



অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ভরা বর্ষাতেও শুকনো থাকায় কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলের বৃষ্টিপাতের ঘাটতি চরমে পৌঁছেছে।

২০০৯ সালেও ঘূর্ণিঝড় আইলার পর যথেষ্ট বৃষ্টিপাতের ঘাটতি তৈরি হয়েছিল। কিন্তু সে বছর বাকি সময় গুলোতে বৃষ্টিপাত হয় সেই ঘাটতি পূরণ হয়ে যায় অনেকটাই। কিন্তু এ বছর জুন এবং জুলাই মাসের অধিকাংশ সময় বৃষ্টি হীন থাকায়, বিশাল পরিমাণ বৃষ্টিপাতের ঘাটতি তৈরি হয়েছে।

কিন্তু বর্তমানে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত শুরু হয়েছে। নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে জানানো হচ্ছে যে, ঘূর্ণাবর্ত স্মৃতিশক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে, যা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে তৈরি হতে পারে।



এর প্রভাবে আগামী তিন দিন কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বিশেষত আগামী শুক্রবার এবং শনিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি থাকবে এবং রবিবার বিকেলের পর থেকে বৃষ্টিপাত সামরিক সময়ের জন্য কম দেয়।

আজ বৃহস্পতিবার, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত হবে দুপুর অথবা বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল শুক্রবার, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ প্রধানত মেঘলা থাকবে। নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দিনভর বৃষ্টি কথা চলতে পারে। 


আগামী পরশু শনিবার, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। নিম্নচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। উপকূলবর্তী অঞ্চলে কোথাও কথা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, আগামী ৪৮ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গ বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে।

সব মিলিয়ে সপ্তাহের শেষ হতে চলেছে কলকাতাবাসীর  কাছে স্বস্তিদায়ক। হি বৃষ্টিপাতের প্রকারভেদ শহরের তাপমাত্রা যথেষ্ট কমবে এবং কমবে অস্বস্তি।

কলকাতা শহরের সাথে সাথে পশ্চিম জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত পেতে পারে এই সপ্তাহের শেষে।

সব মিলিয়ে অবশেষে স্বস্তি দিতে চলেছে বর্ষা।

By P.ghosh

Update: 01:30 PM

 25/07/2019

No comments:

Post a Comment