আরব সাগরে তৈরি হয়েছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় হিক্কা।
যা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই পরিণত হয়েছে। গত শুক্রবারে একটি নিম্নচাপ তৈরি হয় মুম্বাই উপকূলবর্তী অঞ্চলে। যা ক্রমশ শক্তি বৃদ্ধি করে শনিবার এবং রবিবার বেলা গড়ানোর সাথে সাথে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। গতকাল ভোর রাতে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
ঘূর্ণিঝড়ে পরিণত হয় শুধুমাত্র থেমে থাকেনি সে আরো শক্তি বৃদ্ধি করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উষ্ণ জল এবং আদ্রতা কে সংগ্রহ করে সে শক্তি বাড়িয়েছে ক্রমশ। কিন্তু শক্তি বৃদ্ধি করে সে বর্তমানে পশ্চিম এর দিকে অগ্রসর হচ্ছে।
বর্তমানে তার অভিমুখ ওমান উপকূলে। যদিও উপকূলে আছড়ে পড়ার আগে তার শক্তি অনেকটাই হারিয়ে ফেলবে বলে আশা করা যাচ্ছে। তার কারণ ওমান উপকূলবর্তী অঞ্চলের শুষ্ক বায়ু এবং শীতল সমুদ্রের জলরাশি তাকে শক্তি হারাতে অনেকটাই সাহায্য করবে।
ঘূর্ণিঝড় হিক্কার বর্তমানে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। যা প্রবল ঘূর্ণিঝড়ের শ্রেণীতে পড়ে।
এই প্রবল ঘূর্ণিঝড় আগামী ২৪ ঘন্টার মধ্যেই শক্তি হারিয়ে ফেলবে অনেকটাই বলে আশা করা যাচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ তরফ থেকে।
তবে কি আরব সাগরের ঘূর্ণিঝড় এই বছরের ঘূর্ণিঝড়ের মরশুমের ইতি ঘটলো ?
না কখনোই এটা বলা যায় না। কারণ হিসেবে বলা হচ্ছে বর্ষা এবছর এখনো বিদায় নিতে শুরু করে নিয়ে উত্তর-পশ্চিম ভারত থেকে যায় একটি নজিরবিহীন বলে জানানো হচ্ছে। তার উপর আগামী সপ্তাহে শেষের দিকে সমুদ্রের বায়ুপ্রবাহের গতি অনেকটাই হ্রাস পাওয়ায়, এবং বঙ্গোপসাগরের সমুদ্রের জলের তাপমাত্রা অনেকটাই বেশি থাকায়, বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে।
এখনো যেহেতু বর্ষা বিদায় নিতে শুরু করেনি এবং অনেকটাই দেরি হচ্ছে সময়ের তুলনায়, তাই বলা যেতে পারে অক্টোবর মাসে, এই বছর ঘূর্ণিঝড়ের প্রবণতা অনেকটাই বেশি অন্যান্য বছরের তুলনায় বঙ্গোপসাগরে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে তাই একাধিক ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে অক্টোবর মাস এবং নভেম্বর মাসে।
তাই সে ক্ষেত্রে এখন শুধু সময়ের অপেক্ষা। আবহাওয়া পরিস্থিতি এখন কি হয় তার দিকেই নজর রাখা হচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে।
ধন্যবাদ।
By P.Ghosh
Update 08:51 pm IST
23/09/2019
We are urgently in need of Organs Donors, Kidney donors,Female Eggs,
ReplyDeleteKidney donors Amount: $600.000.00 Dollars
Female Eggs Amount: $500,000.00 Dollars
WHATSAP: +91 91082 56518
Email: : customercareunitplc@gmail.com