রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, নিম্নচাপের ভ্রুকুটি - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, September 24, 2019

রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, নিম্নচাপের ভ্রুকুটি


image courtesy IMD
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর সব থেকে বড় পূর্বাভাসে উল্লেখ করাই ছিল যে, এই সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সেই পূর্বাভাস মত তাই হল।
কলকাতাসহ দক্ষিণবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কিছুদিন। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। 
উড়িষ্যার উপরে বর্তমানে অবস্থান করছে একটি নিম্নচাপ। যা ক্রমশ শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপ বর্তমানে সমগ্র ভারতের আবহাওয়ার চিত্রটাকেই পাল্টে দিয়েছে।
সমগ্র ভারতে অধিকাংশ রাজ্যেই এই নিম্নচাপের প্রভাব বিস্তার করেছে। 
বর্তমানে উড়িষ্যার উপকূলের কাছে অবস্থান করছে এই সুস্পষ্ট নিম্নচাপটি। নিম্নচাপটি সাথে যুক্ত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা, যার ফলে সে খুব সহজেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প সংগ্রহ করছে। আর এর ফলস্বরূপ শক্তিশালী হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা।

তার ফলে সেপ্টেম্বরের শেষে এসে এই ভারী বৃষ্টির সম্মুখীন হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসী এবং গোটা রাজ্যবাসী।

আজ মঙ্গলবার রাতভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে।
এছাড়াও উত্তর 24 পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে।

আগামীকাল বুধবার, সকাল বেলার পর থেকে বেলা গড়ানোর সাথে সাথে বৃষ্টিপাত একটু কমতে পারে দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকাতে। তবে বিকেল গড়ানোর সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণ ফের বাড়তে পারে।
আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও।

বর্ষার শেষের এই বৃষ্টি বৃষ্টিপাতের ঘাটতি অনেকটাই পূরণ করে দেবে বলে আশা করা যাচ্ছে। কিন্তু বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো আর বেশি দিন বাকি নেই। তাই পুজোর মুখে এই বৃষ্টি বাধা সৃষ্টি করতে পারে সাধারণ মানুষের কাছে। 

সবকিছুর মধ্যে আরো একটি দুঃখের খবর শোনাতে বাধ্য হচ্ছি আমরা, উত্তর বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে। 
আর সেই নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে পুজোটা কিন্তু ভয়ানক দুর্যোগের আশঙ্কা থেকে যাচ্ছে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল বর্তমান আবহাওয়া পরিস্থিতির উপর কড়া নজর রেখে চলেছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ বা এরকম আবহাওয়া পরিস্থিতি তৈরি হলে; তার অগ্রিম পূর্বাভাস দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে।
সারাবছর বর্ষা তেমনভাবে সক্রিয়তা না দেখালেও শেষের দিকে বর্ষার এমন সক্রিয়তা আশা করা হয়েছিল। আর সেটাই ঘটলো শেষমেশ। তাই এ বছর দুর্গা পুজোতে আদেও কোনরকম দুর্যোগের সম্ভাবনা আছে কি ? পুজোর আগে কি বৃষ্টিপাত থেমে যাবে ?
পুজোর সময় কোন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কি ?

এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর পুজোর আবহাওয়ার পূর্বাভাস ২০১৯ এর বুলেটিনে।

তাই আরো বিস্তারিত আবার পূর্বাভাস পেতে নজর রাখুন আমাদের পেজে। শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন।

By Argho Batabyal
Update: 09:15 PM IST
24/09/2019


1 comment:

  1. We are urgently in need of Organs Donors, Kidney donors,Female Eggs,
    Kidney donors Amount: $600.000.00 Dollars
    Female Eggs Amount: $500,000.00 Dollars

    WHATSAP: +91 91082 56518
    Email: : customercareunitplc@gmail.com

    ReplyDelete

Weather Prediction Model

Comming Soon......