নিম্নচাপ এর প্রভাবে গত প্রায় তিন দিন যাবত কলকাতাসহ দক্ষিণবঙ্গে ব্যাপক ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিঘাতে।
তিন দিনের বৃষ্টিতে দীপাবলির প্রস্তুতিতে ব্যাঘাত ঘটলেও, দীপাবলি অর্থাৎ কালীপুজোর দিন এবং তার পরের দিন গুলিতে বৃষ্টিপাতের কোনরকম সম্ভাবনা থাকছে না কলকাতাসহ দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে।
তবে আকাশ আংশিক মেঘলা থাকবে সমগ্র দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে।
কারণ হিসেবে বলা হচ্ছে, আরব সাগরের উপর ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় কায়ার। যা অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে মহা প্রলয়কারী ঘূর্ণিঝড়ে ( Super Cyclone ) পরিণত হচ্ছে।
বর্তমানে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বায়ুচাপ ৯৫০ মিলিবার, এবং বাতাসের সর্বোচ্চ গতিবেগ ২১০ কিলোমিটার প্রতি ঘন্টায় পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় আরো শক্তি বৃদ্ধি পেয়ে, বাতাসের গতিবেগ সর্বোচ্চ হতে পারে ২৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। যা ঘূর্ণিঝড় শ্রেণীর, সুপার সাইক্লোন শ্রেণীর অন্তর্গত।
তবে ঘূর্ণিঝড়টি সরাসরি ভারতবর্ষের কোন উপকূলে আঘাত না করলেও, সেটি এখন উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ওমান এর দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু মনে করা হচ্ছে ওমান উপকূলের কাছে গিয়ে ঘূর্ণিঝড়ের শক্তি অনেকটাই কমে যেতে পারে, এবং সে আবারও অভিমুখ পরিবর্তন করে দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অগ্রসর হতে পারে।
এবছর নিরক্ষীয় অঞ্চলের আরব সাগরের জলের তাপমাত্রা, নিরক্ষীয় অঞ্চলের বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা তুলনায় বেশি থাকায়, একের পর এক ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা লক্ষ করা গেছে আরব সাগরে।
ঘূর্ণিঝড় কায়ার চলে গেলেও, আবারো নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আরব সাগরে। সেই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় মহা।
মহা ঘূর্ণিঝড় তৈরি সাথে সাথে বঙ্গোপসাগরেও প্রথম করে ঘূর্ণিঝড় তৈরি হয় সম্ভাবনা তৈরি হবে। তার নাম হতে পারে ঘূর্ণিঝড় বুলবুল।
বর্তমান ঘূর্ণিঝড় খায়ার পূর্ব মধ্য আরবসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করায়, অতি সহজে ভারতের পশ্চিম উপকূল দিয়ে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উচ্চ স্তরে প্রবেশ করাচ্ছে। এর ফলে সেই জলীয়বাষ্প সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাই আকাশ আংশিক মেঘলা জন্য থাকার সম্ভাবনা রয়েছে।
তবে অযথা আশঙ্কিত হওয়ার কোনো রকম কারণ নেই পশ্চিমবঙ্গবাসীর, কারণ আরব সাগরের ঘূর্ণিঝড় কায়ার পশ্চিমবঙ্গের কোন রকম ভাবে প্রভাব ফেলবে না স্পষ্টতই জানিয়ে দেয়া হচ্ছে।
তাই পশ্চিমবঙ্গবাসী এখন আলোর উৎসবে মেতে উঠতে অনেক সহজেই পারবেন বলে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে।
কালী পূজা এবং দীপাবলীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে সকলকে।
By P.Ghosh.
Update: 07:00 AM IST
27/10/2019
No comments:
Post a Comment