Weather of West Bengal
নিজস্ব সংবাদদাতা বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও সেই নিম্নচাপ থেকে বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে। একনাগারে বৃষ্টি হওয়ার যেখানে কথা সেখানে কয়েক দফায় বৃষ্টি হয়েই থেমে যাচ্ছে তবে পরিবর্তন আসতে চলেছে আগামী ৪৮ ঘন্টায়। আগামী ৪৮ ঘণ্টায় সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে কমবেশি হালকা থেকে মাঝারি ও উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বৃষ্টিপাতের মাত্রা অন্যান্য জেলাগুলির থেকে বেশি থাকবে তার কারণ বিগত দিনে নিম্নচাপ তৈরি হয়েছিল উত্তর- পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলে, যার জন্য নিম্নচাপ ওড়িশা উপকূল অতিক্রম করেছে পূবালী বাতাসের তীব্রতা বৃদ্ধি পেয়েছে পরিণামে ঘনীভূত মেঘের বেশিরভাগটাই ওড়িশা-অন্ধের দিকে চলে গেছে ওড়িশা অন্ধ্রপ্রদেশ ছত্রিশগড় এই সমস্ত অঞ্চল গুলোতে ভারী বৃষ্টি হয়েছে। অন্যদিকে যেহেতু নিম্নচাপের পূর্ব দিকে ব্যান্ডে থাকায় মেঘের ঘনত্ব ও ঘনীভবনের তীব্রতা অনেকটাই কম ছিল যার জন্য বৃষ্টি উল্লেখযোগ্য ভাবে হয়নি তবে আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্তা অবস্থান করছে। এর প্রভাবে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে অন্যদিকে জুলাইয়ের একদম শেষে বাংলাদেশ উপকূলে নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার জন্য আগস্টের প্রথমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
No comments:
Post a Comment