ইতিমধ্যেই ভারতবর্ষের অধিকাংশ রাজ্যগুলিতে শীত প্রবেশ করছে ধীরে ধীরে। মোটের ওপর অধিকাংশ রাজ্যের আবহাওয়া শান্ত হয়েছে।
বঙ্গোপসাগরের এখন আবহাওয়া প্রকৃতি মোটের উপর শান্ত।
কিন্তু দক্ষিণ আরব সাগর ও নিরক্ষীয় অঞ্চলে একের পর এক নিম্নচাপ তৈরি হয়ে চলেছে। সেখানকার জলের উষ্ণতা অনেক বেশি থাকায়, এবং মিডিয়ান যুলিয়ান অশ্চিলেশন ( Middin Julian oscillation ) অর্থাৎ যাকে বলে বৃষ্টি বাহী মেঘপুঞ্জ আরব সাগর এবং নিরক্ষীয় অঞ্চল বরাবর সক্রিয়তা বাড়িয়ে চলেছে।
এর প্রভাবে আরব সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরীয় অঞ্চলে একের পর এক নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে চলেছে।
বর্তমানে এমনই দুটি নিম্নচাপ অবস্থান করছে আরব সাগরে একই সাথে।
বর্তমানে একটি অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পশ্চিম আরব সাগর ও তৎসংলগ্ন সোমালিয়া অঞ্চলে, এবং অপর গভীর নিম্নচাপটি অবস্থান করছে কর্ণাটক উপকূলবর্তী অঞ্চল এর নিকট দক্ষিণ পূর্ব আরব সাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরের নিকট।
কর্ণাটক উপকূলের কাছাকাছি নিম্নচাপের কারণে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কেরালা কর্ণাটক গোয়া এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল গুলিতে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হওয়ার কারণে উপকূলবর্তী অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মৎস্যজীবীদের আরব সাগরের সমুদ্রের যেতে নিষেধ করা হচ্ছে।
তবে কর্ণাটক উপকূলের অবস্থানরত নিম্নচাপটি খুব বেশি শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা থাকছে না এবং তা ধীরে ধীরে মধ্য আরব সাগরের দিকে সরে যাওয়ার কারণে খুব শীঘ্রই ভারতের উপকূলবর্তী অঞ্চলের প্রভাবমুক্ত হবে আগামী 48 ঘন্টার মধ্যেই।
তারি সাথে দক্ষিণ-পশ্চিম আরব সাগর ও তৎসংলগ্ন অঞ্চলের অবস্থানরত অতি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় "সোবা" পরিণত হবে। এই ঘূর্ণিঝড় সোবা আরো কিছুটা শক্তি বৃদ্ধি করে সোমালিয়া উপকূলের দক্ষিণ উপকূল বরাবর সরে যাবে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোন রকম ভাবে ভারতবর্ষে পড়বে না।
শুধুমাত্র এই এই ঘূর্ণিঝড়ে নয় এর সাথে সাথে আগামী ডিসেম্বর মাসে আরও বেশ কয়েকটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, আরব সাগর ও তত্সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে।
তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের শীতের বাধা তৈরি হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকছে না।
তবে একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ার কারণে, ভারতীয় উপমহাদেশের বিস্তীর্ণ অঞ্চলের বায়ুমণ্ডলের উপরের স্তরের জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তার কারণে ভারতের পূর্বের রাজ্যগুলিতে কখনো কখনো আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
By P.Ghosh
Update: 06:00 PM IST
03/12/2019
No comments:
Post a Comment