উপরন্তু তাপমাত্রা উনিশ এবং কুড়ি ডিগ্রী সেলসিয়াস এর আশপাশে ঘোরাফেরা করছে। শুধু কলকাতায় নয় আশপাশের জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে কোথাও এক কোথাও 2 এবং কোথাও 3 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে।
ঘূর্ণিঝড় বুলবুল চলে যাওয়ার পর থেকে কলকাতা শহরের দূষণের মাত্রা কিছুটা কমলেও, শীতের দেখা নেই এখনো পর্যন্ত।
পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় তাপমাত্রায় এখনো পর্যন্ত স্বাভাবিক এর নিচে নামতে পারেনি। তার উপর বর্তমানে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগর লাগোয়া বাংলাদেশ উপকূলে।
এর ফলে গত কয়েকদিন ধরে উত্তরের বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করতে না পারায় এবং দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প প্রবেশ করায়, যেটুকু শীতের আমেজ অনুভূত হচ্ছিল তাও এখন বিলীন হয়েছে।
তাহলে কবে নামবে তাপমাত্রা ?
কবে থেকে মিলবে শীত ?
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে যে, বর্তমানে যে উচ্চচাপ বলয় অবস্থান করছে তা ক্রমশ দুর্বল হয়ে যাবে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে।
উচ্চচাপ বলয় টি দুর্বল হয়ে যাওয়ার সাথে সাথেই উত্তরের বাতাস ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করবে দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় সহ কলকাতাতেও।
তখন থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। অর্থাৎ সে ক্ষেত্রে বলা যায় যে আগামী সোমবার এবং মঙ্গলবার এর পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গের রাতের এবং দিনের তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে। সে ক্ষেত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রী সেলসিয়াস আছে চলে যেতে পারে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস এর আশপাশে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে বলা যাচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা 13 ডিগ্রী সেলসিয়াস বা তার নিচে নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে আগামী সপ্তাহের শুরুর দিকে।
তবে বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্পের কারণেআগামী 48 থেকে 72 ঘন্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের ব্যাপক কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আগামী কিছুদিন ব্যাপক কুয়াশার সতর্কবার্তা জারি করা হচ্ছে সমগ্র দক্ষিণবঙ্গে।
তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ব্যাপক কুয়াশার প্রভাব থাকবে এবং সেখানের তাপমাত্রা ও আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে আরো কমতে শুরু করবে।
সে ক্ষেত্রে বলা যায় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে শীতের প্রথম আমেজ অনুভূত হতে শুরু করবে বলে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হচ্ছে।
তবে এই তাপমাত্রার নিম্ন গতি বজায় থাকবে না। প্রথম এক সপ্তাহ শীতের আমেজ অনুভূত হলেও পরবর্তী সপ্তাহ থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে।
তাই স্থায়ী শীত পেতে বাঙালিকে অপেক্ষা করতেই হবে আরো কিছুটা।
By P.Ghosh
Update: 11:00 PM IST
29/11/2019
No comments:
Post a Comment