(চিত্র: অর্ঘ্য বটব্যাল, গড় ভবানীপুর, হাওড়া)
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘ ঢুকছে। বাড়ছে তাপমাত্রা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে আদ্রতা জনিত
অসস্তি। শীতের চেনা ছন্দ গেছে মিলিয়ে। দুপুরের দিকে কালো কালো মেঘের খন্ড আকাশ ছেয়ে ফেলেছে। কেবল মাত্র সন্ধ্যা ও ভোরের দিকে একটু শীতের আমেজ গায়ে লাগছে। তাহলে কী শীত আর আসবে না?? এ প্রশ্ন ৮ থেকে ৮০ সকলের। আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে বাড়তে পারে তাপমাত্রা। ১৩-১৪ তারিখ নাগাদ আকাশ মেঘাচ্ছন্ন
থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১৮°সেলসিয়াস থেকে ২০°সেলসিয়াসের মধ্যে। ১৩-১৪ তারিখ নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্য ও দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সিকিম ও সংলগ্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শীতের চেনা ছন্দ কাটার কারন কী ?? এ প্রশ্ন সকলের এখন জাগছে
Disturbance রয়েছে। এর প্রভাবে দুটি Circulation তৈরি হয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। যার জন্য উত্তর পশ্চিম ভারতে ব্যাপক তুষারপাত ও বৃষ্টি হচ্ছে। এই সিস্টেম ৪৮ ঘন্টায় আরও পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে
মধ্য ও পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকে মেঘ তৈরি করবে। এর প্রভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও কুয়াশা হলেও হতে পারে। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ , ঝাড়খণ্ড, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, রাজস্থান, জন্মু ও কাশ্মীর প্রভৃতি অঞ্চলে ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬-২০ ডিসেম্বরের মধ্যে ব্যাপক ঠান্ডা পড়তে পারে রাজ্যজুড়ে। ওই সময় পাকাপোক্ত ভাবে ঢুকে যাবে শীত। উষ্ণতা ১২°সেলসিয়াস থেকে ১৪° সেলসিয়াস এর চারপাশে থাকতে পারে ওই সময়। ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাব কাটলেই উত্তরে বাতাসের দাপট বাড়বে। এবং শীতল বাতাস রাজ্যে প্রবেশ করবে।
পূর্বাভাস প্রদানকারী: A. Batabyal
তারিখ: 12.12.19 .
No comments:
Post a Comment